শেষ আপডেট: 10th September 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর খুব কাছে ছুটে আসছে একটি বিশালাকার গ্রহাণু। নাম অ্যাপোফিস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই গ্রহাণুটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ৩৭০ মিটার ব্যাসের যে গ্রহাণুকে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করছেন বিজ্ঞানীরা। একের পর এক আশঙ্কার খবর আসছে ইসরো থেকে।
This animation shows the distance between the Apophis asteroid and Earth at the time of the asteroid’s closest approach. The blue dots are the many man-made satellites that orbit our planet, and the pink represents the International Space Station https://t.co/vY5x57y1FK pic.twitter.com/WKt8YiBjLh
— Massimo (@Rainmaker1973) April 29, 2019
ইসরো সহ বিভিন্ন মহাকাশ বিজ্ঞানীদের চোখ সব সময়ই মহাকাশের দিকে কোনও না কোনও বস্তুকে পর্যবেক্ষণ করে। আর সেখান থেকেই তাঁরা জানতে পারেন, কোন কোন গ্রহাণু পৃথিবীর ঠিক কতটা কাছাকাছি আসছে। চলতি বছরের শুরুতেই এমন কয়েকটি গ্রহাণুর সন্ধান দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানীরা।
এবার ইসরো বিশালাকার গ্রহাণুর কথা সামনে আনল। ইসরো-এর পোর্টফোলিওতে প্ল্যানেটারি ডিফেন্স নামে একটি নতুন ডোমেইন যোগ করা হয়েছে। এর কাজ হল মহাকাশ থেকে আসা বিপজ্জনক বস্তু থেকে পৃথিবীকে রক্ষা করা।
বিজ্ঞানীদের গবেষণা বলছে, প্রথমে ২০২৯ সালের ১৩ এপ্রিল। তারপর ২০৩৬ সালে আবার পৃথিবীর দিকে ধেয়ে আসবে এই গ্রহাণু। সময়টা অনেকটা বেশি মনে হলেও, আদতে তেমনটা নয়।
অ্যাপোফিসের চরিত্র ও গতিপথ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভবিষ্যতে অ্যাপোফিস পৃথিবীর একদম কান ঘেঁষে বেরিয়ে যাবে। আর গতিপথ পরিবর্তন করলে আছড়ে পড়তে পারে পৃথিবীতেই। ২০২৯ খুব বেশি দূরে নেই। তাই অ্যাপোফিস থেকে সাবধান!