শেষ আপডেট: 14th November 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি সম্পর্কে উত্থান পতন লেগে থাকে। সেটা স্বামী -স্ত্রীর সম্পর্ক হোক কিংবা প্রেমের। অনেক সময় কিছু কিছু ভুলের কারণে একজন আরেকজনের সঙ্গে সারাজীবন থাকতে পারেন না। যা কাউকে কাউকে আজীবন কষ্ট দেয়। এবার এই সমস্ত সমস্যা থেকে সমাধান দেবে এআই। মনের কথা যদি মুখ ফুটে না বলা যায়, তাহলে তা লিখে দেওয়াই ভাল। সেই মিষ্টি মিষ্টি প্রেমপত্র লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ইতিমধ্যেই এআই অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এ বিষয়ে একটি গবেষণা পত্র প্রকাশ পেয়েছে। সিকিউরিটি সফটওয়্যার ফার্ম একটি সার্ভে বা সমীক্ষা করেছে। গবেষণার ফলাফল উদ্বেগ করছে বিজ্ঞানীদেরও। প্রেম নিবেদন করার জন্য এআই-এর সাহায্য নিচ্ছে মানুষ। অর্থাৎ একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই।
গবেষণায় দেখা গিয়েছে, ৫৬ শতাংশ মানুষ তাদের প্রেমিক প্রেমিকাদের প্রেমের চিঠি লেখার জন্য জেনেরিক এআই টুল ব্যবহার করছে। অবাক ব্যাপার হল তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি প্রাপ্তবয়স্ক। গবেষণা বলছে, প্রায় ৬৭ শতাংশ মানুষ এই তফাৎটা বুঝতে পারছে না, কোন চিঠিটি এআই-এর লেখা। আর কোনটি মানুষের। এই তথ্যই ঘুম কেড়েছে গবেষকদের।
এই গবেষণাটির নাম দেওয়া হয়েছে মডার্ন লাভ। গবেষকরা প্রথম থেকেই বুঝতে পারছিলেন, এআই লেখায় পারদর্শী। ফলে একটি গবেষণা শুরু করেন তাঁরা। এই গবেষণা করার আসল উদ্দেশ্য হল, আধুনিক যুগে প্রেম এবং সম্পর্কের পরিবর্তনে এআই এবং ইন্টারনেটের ভূমিকা খুঁজে বের করা। গবেষণাটি ৭টি দেশের মধ্যে করা হয়েছে। সেখানে মোট ৭ হাজার জনকে বেছে নেওয়া হয়েছিল। তারপরে তাদের মধ্যে চালানো হয় সমীক্ষা।
সমীক্ষায় দেখা গিয়েছে যে, এক চতুর্থাংশেরও বেশি মানুষ ইতিমধ্যেই প্রেম নিবেদন করার জন্য এআই-এর বিভিন্ন টুলের সাহায্য নিচ্ছে। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিচ্ছেদও আটকে যাচ্ছে। কী কারণে সম্পর্কে সমস্যা চলছে, তা জানাতে হচ্ছে এআইকে। তারপরে এআই তার বিভিন্ন মতামত জানাচ্ছে। এমনকী সমাধানও দিচ্ছে। এর জন্য বহু মানুষই ওপেন এআইয়ের চ্যাটজিপিটি, গুগল জেমিনি-এর মতো টুলের সাহায্য নিচ্ছে।