শেষ আপডেট: 18th September 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশ থেকে একটি বেতার তরঙ্গ পৃথিবীতে এসে পৌঁছিয়েছে। ৮ বিলিয়ন বছর তরঙ্গটি মহাকাশে এদিক ওদিক ঘোরার পরে অবশেষে তা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল। এই রহস্যময় এবং শক্তিশালী রেডিও সংকেতটিকে নিয়ে বিভিন্ন গবেষণা করছেন বিজ্ঞানীরা। এই ধরনের সংকেতকে 'ফাস্ট রেডিও বার্স্ট' অর্থাৎ এফআরবি বলা হয়।
এফআরবি হল রেডিও তরঙ্গ থেকে সৃষ্টি হওয়া একটি উজ্জ্বল ফ্ল্যাশ, যা শুধুমাত্র মিলিসেকেন্ডের জন্যই স্থায়ী হয়। কিন্তু সেগুলি কোথা থেকে এসেছে, সেই প্রশ্ন বিজ্ঞানীদের উদ্বিগ্ন করছে। কারণ বহু বছরের গবেষণার পরেও জানা যায়নি এই রেডিও সংকেত কোথা থেকে আসে, আর কারাই বা পাঠায়?
কেন এই রেডিও সংকেত বিশেষ?
দ্রুত রেডিও বিস্ফোরণ চোখের পলকে অদৃশ্য হয়ে যেতে পারে, তবে এগুলি সমগ্র ছায়াপথের চেয়ে বেশি আলোকিত হতে পারে। গত কয়েক বছরে শতাধিক এফআরবি পাওয়া গিয়েছে। কিন্তু তাদের উৎস খুঁজে পাওয়া যায়নি।
এফআরবি ২০২২০৬১০এ প্রথম ১০ জুন, ২০২২-এ খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, কোনও এক অদ্ভুত কারণে এটি মহাবিশ্বের মাঝখানেই বিস্ফোরিত হয়েছিল। এটি এক মুহূর্তেরও কম সময়ে এতটা শক্তি উৎপন্ন করে, যা করতে সূর্যের ৩০ লছর সময় লেগে যায়। তবে বর্তমানে পৃথিবী থেকে অনেকটাই দূরে যাচ্ছে এই এফআরবি। বিজ্ঞানীরা যখন হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে এফআরবি ২০২২০৬১০এ-এর দিকে তাকান, তখন এটিকে দেখতে অনেকটাই আকর্ষণীয় মনে হচ্ছিল।
কেন এই ধরনের সংকেত গুরুত্বপূর্ণ?
বিজ্ঞানীরা মনে করেন যে, এফআরবি-এর সাহায্যে মহাবিশ্বকে আরও ভালভাবে বোঝা সম্ভব। রেডিও তরঙ্গ থেকে মহাকাশের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়।