শেষ আপডেট: 5th November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে এলিয়েনরা সত্যিই আছে কিনা, তা নিয়ে প্রচুর জল্পনা ও চর্চা চলে আসছে। গল্প, সিনেমার কিছুই বাদ যায়নি। তবে এত কিছুর পরেও তো তাঁদের সন্ধান পাওয়া কিছুতেই সম্ভব হচ্ছে না। এক কথায় বহু গবেষণার পরেও ভিনগ্রহীরা মানবসমাজের কাছে অধরা। গবেষণাও তো নেহাত কম হয়নি। কিন্তু তারপরেও কেন এতদিনে এলিয়েনদের খোঁজ পাওয়া যায়নি? এসব নিয়ে নতুন করে গবেষণা শুরু হতেই হাতে এত নতুন তথ্য।
দীর্ঘ এক বছর ধরে গবেষণা করার পর একটি রিপোর্ট প্রকাশ করেছে মিলিটারি ইনসাইডার। যে উত্তরটা এতদিন অধরা ছিল। এবার এই গবেষণায় তার নতুন ব্যাখ্যা পাওয়া গেল। এই রিপোর্টের একেবারে শেষ পাতায় বলা হয়েছে 'মহাকাশে মাঝে মধ্যে বিভিন্ন যেসব বস্তুর নড়াচড়া চোখে পড়ে বলে দাবি করা হয়, সেগুলোকে ইউএফও হতে পারে। বহু গবেষণার পরেই এই সিদ্ধান্তে আসা গিয়েছে।'
এই ধরনের ইউএফও নিয়ে মানুষের আগ্রহ বহুদিন ধরে। কেউ কেউ চমক লাগাতে বলে থাকেন এগুলো আসলে এলিয়েনদের বাহন। তবে এর যে বিরাট কোনও প্রমান পাওয়া গিয়েছে, তা নয়। কোনও প্রমাণ না থাকলেও দুনিয়াজুড়ে এই ইউএফও'র অস্তিত্ব বিশ্বাস করার লোকেরও অভাব নেই। প্রচুর ভিডিও গেমস আর চলচ্চিত্রে এই ইউএফওর উপস্থিতি পাওয়া যায়। তবে মিলিটারি ইনসাইডারের মতে, এলিয়েনরা পৃথিবীতেই রয়েছে। হয়তো সবকিছু দেখছে। এক কথায় বিজ্ঞানীদের মতে, 'এলিয়েনরা আমাদের দেখতে পাচ্ছে। ঘুরে বেরাচ্ছে আমাদের চারিদিকেই।'
এর আগে সিভিল স্পেস প্রোগ্রাম, অ্যারোনটিক্স রিসার্চ এবং স্পেস রিসার্চের জন্য দায়ী আমেরিকার স্বাধীন সংস্থা নাসা, এখন একটি ১৬ সদস্যের দল তৈরি করেছে, যারা এই কয়েক দশকের এলিয়েন বা ইউএফও সংক্রান্ত পুরনো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। এই গবেষণা দলটি নয় মাস ধরে কাজ করছে। তবে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা।
২০২৩-এ নাসা, আনআইডেন্টিফাইড আনইউজ়ুয়াল ফেনমেনন (ইউএপি) বা ইউএফও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাসার প্রধান বিল নেলসন বলেছেন, 'আমরা বিশ্বাস করি আমেরিকায় এলিয়েন আছে। তবে যতক্ষণ না এর যথাযথ প্রমান পাওয়া যাচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। এই অব্যক্ত ঘটনার পিছনে এলিয়েনরা রয়েছে এমন কোনও প্রমাণ নেই, তবে তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।' আর তারপরেই বিভিন্ন মতবিরোধ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আবার অন্যদিকে, স্কাইনিউজ জানিয়েছে, আমেরিকায় আগেও অনেকবার ইউএপি নিয়ে বিভিন্ন সচেতনতা দেওয়া হয়েছে।