শেষ আপডেট: 30th September 2024 18:33
দ্য ওয়াল ব্যুরো: সাহারা মরুভূমিতে একটি বিশাল সমুদ্র ছিল। শুনেই কেমন অবাক লাগল তাই না! এমনটাই বলছেন বিজ্ঞানীরা। বালির চিহ্ন মাত্র ছিল না। চারিদিকটা ছিল সবুজে ঢাকা। তারই মাঝে ছিল সমুদ্র। এই সব কিছুরই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল গবেষণা। তারপরেই উঠে এল এই অবাক করা তথ্য।
মিশরের পশ্চিম মরুভূমি এলাকায় ছিল একটি গুহা। সেই গুহা নিয়েই দীর্ঘদিন ধরে চলছিল গবেষণা। গুহার পাথরে খোদাই করা বিভিন্ন চিত্র। সেই চিত্রগুলিতে পর্যবেক্ষণ করেই বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ৯০০০ বছর আগে সাহারায় থাকা সাঁতারুদের দল এই গুহাটি তৈরি করেছিল।
পাথরে খোদাই করা এমন কিছু চিত্র রয়েছে, যা দেখে বিজ্ঞানীরা মনে করছেন, সেই সময় সাহারা মরুভূমিতে বিশাল সমুদ্র ছিল। ছবিতে দুই সাঁতারুকে সাঁতার কাটতেও দেখা যাচ্ছে।
বিজ্ঞানীদের অনুমান, গুহাটি ৬ থেকে ৯ হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। তখন সাহারায় ছিল মরুভূমি ও সমুদ্র। বালি ছিল না। থাকলেও তা খুবই সামান্য। সবুজ ছিল। যে চিত্রগুলি গিল্ফ কিবার মালভূমির একটি গুহায় রয়েছে। এই মালভূমি দক্ষিণ-পশ্চিম মিশর থেকে দক্ষিণ-পূর্ব লিবিয়া পর্যন্ত বিস্তৃত।
এরকম আরও প্রমাণ এখানে পাওয়া গিয়েছে, যা থেকে বোঝা যায় যে, এই এলাকায় প্রচুর পরিমাণে জল ছিল। এখনকার মতো এমন অনুর্বর ও শুষ্ক জমি ছিল না। ১৯২৬ সালে ইউরোপীয় মানচিত্রকার লাসজলো আলমাসি এই স্থানটি প্রথম আবিষ্কার করেছিলেন।
সেই সময় তিনি এই মালভূমিতে দু'টি অগভীর গুহা দেখতে পান। সেখানে মানুষ ও পশুপাখির ছবি আঁকা ছিল। তারপর থেকেই শুরু হয় বিভিন্ন গবেষণা। আজ সেই সব চিত্রের হাত ধরেই বিজ্ঞানীরা নতুন তথ্যের সন্ধান পাচ্ছেন।