শেষ আপডেট: 29th August 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের উপর যৌন অত্যাচার, তাঁদের সঙ্গে অশালীন আচরণের এ যেন এক স্রোত বইছে। শত প্রতিবাদ, পুলিশের রক্তচোখ, কঠোর আইনি ব্যবস্থা—কিছুতেই যেন বিকৃত মনের ভয় নেই। আরজি কর কাণ্ড নিয়ে গোটা দুনিয়া যখন শিউরে উঠছে, প্রতিবাদে মুখর মানুষ, তারই মধ্যে আমদাবাদে যে ঘটনা ঘটল তা শিউরে ওঠার মতই। বাড়িতে বসেও মহিলারা নিরাপদ নন! কাকে ভরসা করবেন তাঁরা?
ইদানীং ফুড অ্যাপের দৌলতে মাঝরাতেও রেস্তোরাঁর গরম খাবার বা পানীয় মেলে। তেমন ভাবেই জোম্যাটো অ্যাপের মাধ্যমে বেশ রাতে কফি অর্ডার করেছিলেন এক মহিলা। তার পর তাঁর অভিজ্ঞতার যে বর্ণনা করেছেন তিনি, তা বেশ ভয় পাওয়ার মতই ব্যাপার। কারণ, জোম্যাটো ডেলিভারি বয় এসে নাকি তাঁর সামনে প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে। তার পর বলে যে, ম্যাডাম হেল্প করুন।
মহিলা সোশাল মিডিয়ায় এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই জোম্যাটো ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। সোশ্যাল মাধ্যমে রাতের ওই বীভৎস অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লিখেছেন, ""আমি বলব না আমি এখন নিরাপদ বোধ করছি। কারণ সে যদি আমার ঠিকানায় আবার ফিরে আসে?”ঠিক কী ঘটেছিল? সমাজ মাধ্যমে মহিলা জানিয়েছেন, বুধবার রাত ১২টার কিছু পরে তিনি জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন। ১২টা ৪৮ মিনিট নাগাদ ওই ডেলিভারি বয় কফি দিতে আসে। পনেরো-বিশ মিনিট দেরি করে আসার জন্য ডেলিভারি বয় হাসতে হাসতে বলছিল, পায়ে চোট লেগেছিল বলে আসতে দেরি হল।
মহিলা সমাজ মাধ্যমে আরও লিখেছেন, “ওই ডেলিভারি বয় আমাকে ওর পায়ের দিকে দেখতে বলে। মোবাইলের ফ্ল্যাশ লাইট সেদিকে ফেলতেই আমি দেখি ওর প্যান্ট থেকে যৌনাঙ্গ বাইরে বের করা রয়েছে। ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত হয়ে যাই। তখনও ছেলেটি হাসছিল এবং আমাকে বলছিল, ম্যাডাম একটু সাহায্য করে দিন না!'
মহিলা আরও লিখেছেন, কোনও মতে তিনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন। এরপরই জোম্যাটো অ্যাপের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশেও অভিযোগ জানান।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে আন্দোলিত সমাজ। দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। ধর্ষকদের একমাত্র সাজা ফাঁসির দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। এহেন পরিস্থিতিতে আহমেদাবাদের মহিলার পোস্ট ঘিরে নেট পাড়ায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যে জোম্যাটো ওই অভিযুক্তকে কাজ থেকে বহিষ্কারও করেছে। তবে মহিলার মতে, "শুধু কাজ থেকে তাড়ালে হবে না, এই ধরনের বিকৃত মানসিকতার মানুষদের কঠোর শাস্তি হওয়া উচিত।"