শেষ আপডেট: 7th October 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ছবি। ডেলিভারি বয়ের বেশে দেখা গিয়েছিল অনলাইন ফুড অ্যাপ জোম্যাটোর সিইও দীপেন্দর গোয়েলকে। স্ত্রীকে বাইকে চাপিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ছবি সামনে এসেছে। এবার দীপেন্দরের আরেক ছবি সামনে আসতেই শোরগোল নেট দুনিয়ায়।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে খাবার নেওয়ার জন্য গুরগাঁওয়ের একটি মলের বাইরে সিঁড়িতে বসে অপেক্ষা করছেন তিনি। পাশে আরও কয়েকজন ডেলিভারির বয় আছেন। তাঁদের সঙ্গে বসে মোবাইলে অর্ডার মেলাচ্ছেন সিইও।
সূত্রের খবর, প্রথমে খাবার নিতে মলে গেলে প্রথমেই তাঁকে বাধা দেওয়া হয়। এক নিরাপত্তারক্ষী দীপেন্দর দেখে চিনতে না পেরে তাঁকে অন্য গেট দিয়ে আসতে বলেন। এরপর অনান্য ডেলিভারি বয়দের মতো তিনিও কষ্ট করে খাবার অর্ডার নেন।
ছবিটি সামনে আসতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ লিখেছেন, ডেলিভারি বয়দের খাবার পৌঁছে দিতে কতটা কষ্ট করতে হয় তা হাড়ে হাড়ে বুঝেতে পেরেছেন সিইও। আবার অনেকে লিখেছেন, ওসব একদিনের জন্য। এসব করে কোম্পানির প্রোমোশনই করেছেন দীপেন্দর।
শনিবার যে ছবি সামনে এসেছিল সেখানে একদিকে যেমন বাইকে চেপে খাবার ডেলিভারির ছবি সামনে এসেছিল তেমনই স্ত্রী গ্রেসিয়া মুনোজকে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দীপেন্দর।
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সিইও-র কর্মকাণ্ড নিয়ে অনেকের প্রশ্ন লাগাতার শেয়ার পড়ে যাওয়ার কারণেই কী এমন ভাবনা? সেপ্টেম্বরের শেষের দিকে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের তরফে জানানো হয়েছিল সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ পিপল অফিসার আকৃতি চোপড়া পদত্যাগ করেছেন। তারপরই কোম্পানির ইমেজ বাঁচাতেই ময়দানে নামলেন দীপেন্দর।