শেষ আপডেট: 26th July 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে একের পর এক মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছোচ্ছেন। একটু আগে লখনউ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা উড়ান শুরু করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিমান।
যোগীর এই পূর্ব নির্ধারিত দিল্লি সফর নিয়ে উত্তর প্রদেশের রাজনীতি সরগরম। শুক্রবার সকাল থেকে যোগী দলের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে প্রায় দুশো জন বিধায়ক, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে রাজ্য রাজনীতি নিয়ে কথা বলেন। যদিও সেই বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের কেউ ছিলেন না। ছিলেন না যোগীর ঘোর বিরোধী বলে পরিচিত উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
লোকসভা ভোটে উত্তর প্রদেশে বিজেপির ভরাডুবির পর থেকেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। দলীয় বৈঠকে যোগী দলের খারাপ ফলের জন্য পার্টির একাংশের আত্মতুষ্টির দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী মৌর্য আঙুল তুলেছেন নিজের সরকারের কাজকর্মের উপর। তাঁর অভিযোগ, সরকারি আধিকারিকদের দাদাগিরির কারণেই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। এই অভিযোগ তুলে যোগীর এক মন্ত্রী পদত্যাগও করেছে।
এই অবস্থায় যোগীর গদি টেকানো কঠিন হতে পারে মনে করছে ওয়াকিবহাল মহল। সামনেই উত্তর প্রদেশের ১০টি বিধানসভা আসনের উপনির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক মহলের একাংশের মত, যোগীর ভাগ্য অনেকটাই ওই দশ আসনের ফলের উপর নির্ভর করছে। ঘটনাচক্রে দশ আসনের একটিতেও বিজেপি ভাল অবস্থায় নেই। ফলে যোগী মোটেই নিরাপদে নেই।
এই অবস্থায় তিনি মোদীর কাছে আগাম পদত্যাগের ইচ্ছা পেশ করতে পারেন। বিজেপি সুত্রের খবর, দিল্লি সফরে যোগী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। তার আগে লখনউয়ের বৈঠক থেকে নিজের শক্তির পরীক্ষা দিলেন। অধিকাংশ বিধায়ক ও মন্ত্রী শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন।
লোকসভা ভোটে উত্তর প্রদেশে বিজেপির আসন কমে অর্ধেক হয়ে গিয়েছে তাই শুধু নয়, অযোধ্যায় দল হেরেছে আর বারাণসীতে মোদীর জয়ের মার্জিন অর্ধেকের বেশি কমে গিয়েছে্। সব মিলিয়ে উত্তর প্রদেশে বিজেপির নাক কাটা গিয়েছে। তারপর থেকে বিপর্যয়ের দায় চাপানোর লড়াই চলছে দলে। এই অবস্থায় পদত্যাগের কথা বলে নিজের ভাবমূর্তি রক্ষা এবং পাল্টা চাপ তৈরির চেষ্টা করছেন যোগী, এমনটাই খবর। যদিও বিধানসভার উপ নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বদল বা মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা কম।