মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে উপমুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগী মন্ত্রী সোনম।
শেষ আপডেট: 19th July 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে উত্তর প্রদেশে বিজেপির অর্ধেক আসন হাতছাড়া হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের দিকে ফের আঙুল উঠল।
রাজ্যের একাধিক মন্ত্রী, নেতা মনে করেন, যোগী সরকারের উপর মানুষের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে ইভিএমে। কথার প্যাঁচে যোগীর পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। স্বয়ং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক বয়কট করে ‘প্রশাসন নয়, পার্টি সংগঠনই শেষ কথা’ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। এবার যোগীর এক মন্ত্রী প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করলেন।
সোনম কিন্নর যোগী মন্ত্রিসভার একজন রাষ্ট্রমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রীকে লেখা পদত্যাগ পত্রে গুরুতর অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘মন্ত্রী থেকে কী করব, যদি কোনও কাজই না করতে পারি। অফিসারেরা আমার কথা শোনেন না। আমার কথার কোনও গুরুত্ব নেই অফিসারদের কাছে। তাঁরা যা ভাল বোঝেন করেন। এই অবস্থায় দলের কাজ করব বলে ঠিক করেছি। তাই মন্ত্রী থাকতে চাই না।’ যোগী অবশ্য পদত্যাগপত্র গ্রহণ করেননি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, পদত্যাগের কথা ঘোষণা করেই সোনম দেখা করেছেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সঙ্গে। যোগীর সঙ্গে তাঁর এই উপমুখ্যমন্ত্রীর বিরোধী এখন আর গোপন নেই। গত রবিবার দলের ভোট পর্যালোচনা বৈঠকে কেশব প্রসাদ মৌর্যই দাবি করেন, উত্তর প্রদেশে লোকসভার ভোটে মানুষ রাজ্য সরকারের কাজকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে। তাঁর অভিযোগ, যত নষ্টের মূলে আমলারা। তাঁরাই শেষ কথা হয়ে উঠেছে। দলের নেতাদের কথার কোনও মূল্য নেই।
মৌর্যর ওই কথা জানাজানি হতে তাঁকে দিল্লিতে ডেকে কথা বলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে ফিরে বিন্দুমাত্র দমে না গিয়ে নাম না করে নিজের সরকারকে নিশানা করেছেন মৌর্য। যোগী সরকারের কাজকর্ম নিয়ে এর আগে মুখ খুলেছেন দুই শরিক নেতাও। কথায় কথায় বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া নিয়ে শরিকদের পাশাপাশি আপত্তি উঠেছে বিজেপির অন্দরেও। সোনম কিন্নরও সেই প্রতিবাদীদের তালিকায় আছেন।