শেষ আপডেট: 18th July 2024 11:51
দ্য ওয়াল ব্যুরো: পদ্মদুর্গ উত্তরপ্রদেশে বিজেপির 'নাক কাটা যাওয়া' পরাজয় নিয়ে রাজ্য তো বটেই, দিল্লির নেতাদেরও কপালে ভাঁজ পড়ে গিয়েছে। ঘনঘন বৈঠক, আলোচনা, বিশ্লেষণের মধ্যেই বিপর্যয়ের দায় নিয়ে রাজ্য নেতাদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। যা শোনা যাচ্ছে, দলে সূক্ষ্ম চিড় ধরেছে রাজ্য নেতাদের মধ্যে। এই অবস্থায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশে লোকসভা ভোটে অভাবনীয় ভালো ফল করা সমাজবাদী পার্টির সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টিপ্পনি ছাড়লেন এক্সবার্তায়।
একটি মাত্র বাক্যে অখিলেশ লিখেছেন, মনসুন অফার: শ লাও, সরকার বানাও! অর্থাৎ একশো বিধায়ক জোগাড় করো আর সরকার গঠন করো। কিন্তু, ঠিক কাকে উদ্দেশ করে অখিলেশের এই টিপ্পনি তা নিয়ে রাজ্যজুড়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে।
লখনউয়ের রাজনীতিতে সরকার এবং বিজেপি দলের মধ্যে স্নায়ুর লড়াই চলছে। রাজ্য বিজেপি সভাপতি গতকাল, বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। শোনা যাচ্ছে, এই পরাজয়ের গ্লানি মাথায় তুলে নিয়ে ইস্তফা দিতে পারেন তিনি। অন্যদিকে, এক উপমুখ্যমন্ত্রী ঠারেঠোরে যা বলছেন, তার সবই যোগী আদিত্যনাথের প্রচার-সর্বস্ব রাজনীতির বিরোধী। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। রাজ্য মন্ত্রিসভা ও দলের সাংগঠনিক রদবদল হতে চলেছে বলে অন্দরের খবর।
मानसून ऑफ़र: सौ लाओ, सरकार बनाओ!
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 18, 2024
এই অবস্থার সুযোগ নিতে মাঠে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। কারণ কিছুদিনের মধ্যেই রাজ্যে ১০ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে। সদ্য লোকসভা ভোটে বিপর্যয়ের পর বিজেপি চাইছে বিধানসভা নির্বাচনে সম্মানরক্ষা করতে। ইতিমধ্যেই দলের কর্মীদের ভোটকেন্দ্রিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, গতিপ্রকৃতি যা বলছে, ইন্ডিয়া জোটের সামনে উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়তে পারে এনডিএ। সে কারণে অখিলেশ এই অবস্থায় বিজেপির অন্তর্দ্বন্দ্বকে তুরুপের তাস করতে মাঠে নেমেছেন বলে পর্যবেক্ষকদের মত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিলেশ নাম না করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে দল ভাঙানোর বর্ষাকালীন অফার দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, ১০০ জন বিধায়ক ভাঙালেই সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সরকার গঠনে তাঁকে হাত বাড়িয়ে দেবে। উল্লেখ্য, জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে।