শেষ আপডেট: 4th September 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ব্যবহার করলে ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ে, এমন কিছুরই প্রমাণ মিলল না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন গবেষণায়। সংস্থাটির নতুন এক গবেষণায় উঠে এসেছে, মোবাইলের ব্যাপক ব্যবহার সত্ত্বেও, মস্তিষ্কের ক্যানসার দেখা দেয় না। আর সংস্থাটি এই গবেষণা গোটা বিশ্বের চালিয়েছে। তারপরেই এই সিদ্ধান্তে পৌঁছেছে।
এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, যারা প্রায়শই ফোনে কথা বলেন। কিংবা এক দশকেরও বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন, তাদের মধ্যেও ব্রেন ক্যানসারের ঝুঁকি রয়েছে এমন কোনও উপসর্গ দেখা যায়নি।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছিল, প্রতিদিন আধা থেকে এক ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করলে ব্রেন ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেড়ে যায়। এমনকী গবেষণায় এটাও প্রকাশ পেয়েছিল, যারা মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহার করেন তাদের মধ্যে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি।
রেডিওফ্রিকোয়েন্সির প্রভাবগুলি নিয়ে গবেষণাটি করা হয়েছে। আর তাতে যে শুধুই মোবাইল ছিল, এমনটা নয়। টেলিভিশন-রেডিও সব কিছুকেই গবেষণায় রাখা হয়েছিল। গবেষণায় ১০টি ভিন্ন দেশের ১১জন বিশেষজ্ঞকে রাখা হয়েছিল। কিন্তু তারপরেও এমন কোনও তথ্য সামনে এল না, যেখানে আগের করা গবেষণাকে প্রমাণ করা যাবে।
অর্থাৎ গবেষণার পর কোনও কিছুই প্রমান করতে পারল না ডব্লিউএইচও। তাই দীর্ঘ গবেষণার পর অবশেষে এই সিদ্ধান্তেই এসেছে যে, মোবাইলের অত্যধিক ব্যবহার সত্ত্বেও, ব্রেন ক্যানসার দেখা দেয় না।
ক্যানসার না হলেও, গবেষণায় উঠে এসেছে এক অন্য তথ্য। গবেষকদের মতে, প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের মস্তিষ্কের উপরই প্রভাব ফেলতে পারে অতিরিক্ত ফোনের ব্যবহার। সেই সঙ্গে পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি এবং লিউকেমিয়ায় সমস্যা দেখা দিতে পারে।