শেষ আপডেট: 4th September 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন উরুগুয়ের কিংবদন্তী ফুটবলার লুই সুয়ারেজ। তিনি জানিয়ে দিয়েছেন, শুক্রবারই (৬ সেপ্টেম্বর) তিনি জাতীয় ফুটবল দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন। মন্টেভিডিয়োয় আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের এই ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন।
সুয়ারেজ বললেন, 'আগামী শুক্রবার জাতীয় ফুটবল দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামব। আশা করব, এই ম্যাচটা আমার কাছে, আমার পরিবার এবং সমর্থকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সবাই এই ম্যাচটা দেখতে মাঠে আসবেন। আশা করি, এই ম্যাচে উরুগুয়ে জয়লাভ করবে এবং আমরা সেটা বেশ বড় করেই উদযাপন করব।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই সিদ্ধান্তটা আমার কাছে একেবারেই সহজ ছিল না। কিন্তু, নিজের মনকে শান্ত রেখেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেরিয়ারের শেষ ম্যাচেও (উরুগুয়ের হয়ে) আমি নিজের সর্বস্ব উজাড় করে দেব এবং দলকে জেতানোর চেষ্টা করব।'
বার্সেলোনা এবং লিভারপুলের এই প্রাক্তন স্ট্রাইকারকে নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। বর্তমান প্রজন্মে তিনি যে অন্যতম সেরা ফুটবলার, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। উরুগুয়ের শীর্ষ গোলদাতা হিসেবেই তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। ১৪২ ম্যাচে সুয়ারেজ মোট ৬৯ গোল করেছেন।
২০০৭ সালে উরুগুয়ে ফুটবল দলে ডেবিউ করেন সুয়ারেজ। তবে এই কিংবদন্তী ফুটবলারের বর্ণাঢ্য কেরিয়ারে সামান্য কলঙ্কের দাগও রয়েছে। ইটালির ফুটবলার জর্জিও চেলিনিতে কামড়ে দিয়েছিলেন তিনি। সেকারণে চার মাসের জন্য নির্বাসিতও হয়েছিলেন। আর তাই ২০১৪ বিশ্বকাপে তিনি খেলতে পারেননি।
২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা ট্রফি জয়ে ইন্টার মিয়ামির এই ফুটবলারের অবদান অনস্বীকার্য। তাঁকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন করা হয়। দক্ষিণ আমেরিকার এই দেশের হয়ে সুয়ারেজ ৯ মেজর টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।