শেষ আপডেট: 5th September 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: সমাজে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। আমাদের পথ দেখানও তাঁরাই। প্রত্যহ যাদের কাছ থেকে আমরা শিখি, কিছু পাই। আজ তাঁদের দেওয়ার দিন, সম্মান, শ্রদ্ধা ও গুরুদক্ষিণা দেওয়ার দিন কারণ আজ শিক্ষক দিবস।
ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষ্যে আজ তাঁকে ও বিশ্বের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শিক্ষার্থীদের তৈরি করেন শিক্ষকরা। তাঁদের শুভেচ্ছা।
এই শিক্ষক দিবস তো আমরা প্রতিবছরই পালন করি। কিন্তু জানেন কি, বিশ্বের প্রথম শিক্ষক কে?
এই নিয়ে বিরাট কৌতূহল রয়েছে মানুষের মনে। অনেকের সার্চ হিস্ট্রিতেও হয়তো এই প্রশ্ন পাওয়া যাবে। বিশ্বের প্রথম শিক্ষক ছিলেন কনফুসিয়াস। জন্ম ৫৫১ খ্রিস্টপূর্বাব্দে, চিনে। এই দার্শনিক বহু মানুষকে বিভিন্ন বিষয় পড়িয়েছেন।
যদিও তিনিই বিশ্বের প্রথম শিক্ষক কিনা, সে নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিকদের একাংশের মতে, বিশ্বের প্রথম শিক্ষক অ্যারিস্টটল। যিনি ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে জন্মেছিলেন।
বিভিন্ন ইতিহাস ও কিছু গবেষণা থেকে জানা যায়, খুবই গরিব পরিবারে জন্মেছিলেন কনফুসিয়াস। সেসময় শুধুমাত্র রাজ পরিবারেই পড়াশোনার চল ছিল। কিন্তু নিজের চেষ্টায় তিনি গান, ইতিহাস ও গণিত বিষয়ে পড়াশোনা করেছিলেন।
পড়াশোনা যাতে শুধুমাত্র রাজ পরিবারেই আটকে না থাকে এবং সকলে পড়াশোনা করতে পারে, তিনি পড়ানো শুরু করেছিলেন। পরবর্তীকালে সেই ধারাই বহন করে আসেন অন্যান্যরা।