শেষ আপডেট: 7th September 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: বল পয়েন্ট পেন দিয়ে বিশ্বের সবচেয়ে ছোটো ভ্যাকুয়াম ক্লিনার বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল ভারতের এক কলেজ পড়ুয়া। ভ্যাকুয়াম ক্লিনারটির দৈর্ঘ্য মাত্র ০.২৫ ইঞ্চি।
তাপালা নাদামুনি। একটি পেন দিয়ে নিজের দক্ষতায় ও বুদ্ধিমত্তায় বানিয়ে ফেলেছেন ভ্যাকুয়াম ক্লিনার। কীভাবে? পেনে একটি ছোট্ট পাখা ও একটি ফোর ভল্ট ভাইব্রেশন মোটর লাগিয়ে তৈরি হয়েছে এই যন্ত্রটি। যা এতটাই শক্তিশালী যে যেকোনও ছোটো ছোটো নোংরা পরিষ্কার করতে সক্ষম। খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা।
গিনেস বুকে নাম তোলার প্রতিযোগিতায় ২০২০ সাল থেকে রয়েছেন এই পড়ুয়া। এর আগে ২০২০ সালে এই ভ্যাকুয়াম ক্লিনার বানিয়েই বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেসময় ০.৬৯ ইঞ্চির যন্ত্র বানান তিনি। পরে ০.৩২ ইঞ্চির যন্ত্র বানিয়ে নিজের রেকর্ডই নিজে ভাঙেন। এবার ০.২৫ ইঞ্চি।
এই নিয়ে কী বলছেন নাদামুনি? উচ্ছ্বসিত নাদামুনির কথা, "এত ছোটো একটা ভ্যাকুয়াম ক্লিনার দেখে তো কলেজের সবাই অবাক হয়ে গেছিল। শিক্ষকদের অনেকেই বলেছেন, তাঁরা এত সুন্দর সৃষ্টি আগে কখনও দেখেননি।"