শেষ আপডেট: 17th September 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় নাকি সলমন খান অনুষ্ঠান করতে যাচ্ছেন। এমনই ভুয়ো খবর ছড়িয়ে শয়ে শয়ে টিকিট বিক্রি করা হচ্ছিল ভাইজানের নামে। ঘটনা জানার পরই সাবধান করে দিলেন অভিনেতার আপ্তসহায়ক।
মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠান করতে যাচ্ছেন সলমন খান। এহেন ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই টিকিট কেনাবেচা শুরু হয়ে যায়। খবর পেতেই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সাবধান করে দেন ভাইজানের আপ্তসহায়ক জর্জি প্যাটেল।
View this post on Instagram
জর্জি জানিয়েছেন, এই খবর একেবারেই ভুয়ো। এরকম কোনও অনুষ্ঠানে থাকছেন না সলমন। সঙ্গে ভুয়ো টিকিট বিক্রির ছবিও জুড়ে দিয়েছেন পোস্টে। লেখেন, জালিয়াতি হচ্ছে। সাবধান! এই টিকিটগুলো ভুলেও কিনবেন না।
সলমনের নাম করে বা কোনও ইভেন্টের প্রচারের নামে আসা ই-মেল, বিজ্ঞাপন বা মেসেজের যেন বিশ্বাস না করা হয়, সেই কথাও বলেছেন তিনি। সাবধান করেছেন এই বলে, সলমনের নাম যদি মিথ্যে ব্যবহার করা হয়, তাহলে সংস্থা বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সামনেই সিকন্দর ছবিতে দেখা যাবে সলমন খানকে। যার শুটিং করতে গিয়ে পাঁজরে চোটও পেয়েছিলেন তিনি।ক'দিন আগেই ভাইজান মুম্বই ফিরেছেন। মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর পেয়ে সেখানেও ছুটে গিয়েছিলেন সলমন।