শেষ আপডেট: 7th September 2024 08:04
দ্য ওয়াল ব্যুরো: জাস্টিস ফর আরজি কর। দিকে দিকে ওঠা এই স্লোগানে এবার শামিল হতে চলেছেন প্রয়াত আনিস খান ও বরুণ বিশ্বাসের পরিবার।
আদালতের অনুমতি নিয়ে শনিবার থেকে শ্যামবাজারের ভূপেন বোস অ্যাভিনিউতে ধরনায় বসবেন তাঁরা। ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শর্ত হিসেবে আদালত জানিয়েছে, দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ধরনা চালাতে পারবেন তাঁরা। ৩০০-র বেশি মানুষের জমায়েত করা যাবে না অবস্থানস্থলে।
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়ার বাম ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। অভিযোগ উঠেছিল, গভীর রাতে বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হয় আনিসকে। পুলিশের উর্দি পরা একজন তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্টে, আনিসের মাথায় গভীর ক্ষত মেলে। ভাঙা ছিল শরীরে বেশ কিছু হাড়। ছেলের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন আনিসের বৃদ্ধ বাবা সালেম খান।
অন্যদিকে ২০১২ সালের ৫ জুলাই উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিল। দুটি ক্ষেত্রেই তদন্তে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছিল। আনিসের বাবা বলেন, "ছেলের খুনের বিচার এখনও পাইনি। আর কাউকে যেন এভাবে চলে যেতে না হয়। তাই আরজি করের নির্যাতিতার বিচার দেবে এই ধর্নায় বসার সিদ্ধান্ত।"