শেষ আপডেট: 5th September 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হয়ে প্রচুর মানুষকে সুস্থ করে তোলা। ৮ অগস্ট মধ্যরাতে নিজের কর্মস্থলেই খুন হতে হয়েছে ডাক্তারি ছাত্রীকে। এবার শিক্ষক দিবসে মেয়ের হয়ে তাঁর শিক্ষকদের প্রণাম জানিয়ে চিঠি লিখলেন নির্যাতিতার মা।
বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মাধ্যমে ঘুরছে একটি চিঠি। যা শুরু হয়েছে, 'আমি হতভাগিনী নির্যাতিতার মা বলছি' লেখা দিয়ে। এ ব্যাপারে নির্যাতিতা মা-বাবার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে চিঠির বিষয়বস্তু দেখে অনেকেই মনে করছেন, এটি তিলোত্তমার মায়ের লেখা চিঠি।
কী লেখা রয়েছে চিঠিতে। হাতে লেখা এক পাতার চিঠির শুরুতেই শিক্ষকদের প্রণাম জানিয়ে নির্যাতিতার মায়ের আকুতি, '৮ তারিখও (৮ অগস্ট) অনেক রোগী দেখেছিল ও। কিন্তু সেই রাতেই ওর সঙ্গে ওর স্বপ্নকেও গলা টিপে হত্যা করা হল।'
অভিযোগ করেছেন, ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তথ্যপ্রমাণ লোপাটে তৎপর হয়েছিল। এরপরই মেয়ের সুবিচারের দাবিতে সন্তানহারা মায়ের আর্তি ঝরেছে চিঠির অক্ষরে। লিখেছেন, 'সকল মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ সকলের কাছে কন্যাহারা মায়ের আকুতি, আপনাদের কাছে যদি কোনও তথ্যপ্রমাণ থাকে তাহলে সেগুলো সামনে আনুন।'
যে সমস্ত ভাল মানুষেরা এখনও নীরব রয়েছেন, তাঁদের নীরবতা অপরাধীদের সাহস জোগাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিলোত্তমার বিচারের দাবিতে যেভাবে সহপাঠীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে অব্যাহত রাখতে আরও বেশি সংখ্যক মানুষকে সমর্থন জানানোর অনুরোধও করেছেন তিনি।