শেষ আপডেট: 11th September 2024 00:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দেশজুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। আলোচনা হচ্ছে নারী সুরক্ষা নিয়ে। এবার নারীদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিতে চলেছে মহিলা ব্রিগেড।
এবার নির্যাতিতার স্মৃতিতে বাংলাপক্ষের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে বুধবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চালু হতে চলেছে তিলোত্তমা টোটো স্ট্যান্ড। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত এই রুটে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত হবে সংশ্লিষ্ট টোটো স্ট্যান্ডটি। শুরুতে ১২টি টোটো দিয়ে শুরু হচ্ছে পথ চলা।
উদ্যোক্তাদের দাবি, বাংলার মাটিতে সম্পূর্ণ মহিলা চালকদের দ্বারা একটি টোটো রুটের সূচনা এই প্রথম। প্রসঙ্গত, দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট এক নম্বর রুটে প্রতিদিনই শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন।
উদ্য়োক্তাদের দাবি, মহিলাদের জন্য মহিলা চালক দিয়ে টোটো চালানোর এই উদ্যোগের ফলে মহিলারা একদিকে যেমন সাচ্ছন্দ্য বোধ করবেন তেমনই মহিলা চালকেরাও আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে উঠবেন। বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার কোষাধ্যক্ষ অর্পণ ঘোষ বলেন, "সংশ্লিষ্ট রুটে দিনভরই বহু মানুষ যাতায়াত করেন। ১২টি টোটো দিয়ে শুরু হলেও আগামীদিনে টোটোর সংখ্যা বাড়বে।"