শেষ আপডেট: 4th July 2024 08:28
দ্য ওয়াল ব্যুরো: পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল মুকুল রায়ের! বুধবার বাড়িতেই পড়ে যান তিনি। এরপর দেরি না করে রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয় তাঁকে।
পরীক্ষা করে দেখা যায়, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। ওটি সফল হয়েছে বলে জানা গেছে।
সেখান থেকে বার করে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যপেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা।
মুকুলবাবুর পারিবারিক সূত্রে খবর, গতকাল রাতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
এমনিতে মুকুলবাবু ডিমেনশিয়া রোগে ভুগছেন। অর্থাৎ তাঁর স্মৃতি দুর্বল হয়েছে। তবে বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল রায়। তাঁর শরীরের মাত্রাতিরিক্ত শর্করা থাকায় নিয়মিত ইনসুলিন নিতে হয়।
প্রবীণ নেতা গতকাল তাঁর কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন। প্রথমে রটে যায় বাথরুমে পড়ে গিয়েছেন তিনি। পরে জানা যায় যে বাথরুমে নয়, বাড়ির মধ্যেই অন্যত্র টাল সামলাতে না পেরে পড়ে গেছেন মুকুল রায়। তাতেই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।