শেষ আপডেট: 30th July 2023 06:21
দ্য ওয়াল ব্যুরো: সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন। শ্বাসকষ্ট বাড়তে থাকায় শনিবার বিকেলে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee)। উডল্যান্ডস হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স গিয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসে। সন্ধের পর হাসপাতালের তরফে ওঁর মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হয় যে, উনি আপাতত স্থিতিশীল (health update)। যদিও রাত থেকেই ভেন্টিলেশনে (ventilation) রয়েছেন বুদ্ধবাবু।
রবিবার সকালে ভেন্টিলেশনে রেখেই রাইলস টিউব (Riles tube) দিয়ে তাঁকে একটু খাবার খাওয়ানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, শনিবার হাসপাতালে আসার পর থেকে কিছুই খাওয়ানো হয়নি তাঁকে। তাই রবিবার ভেন্টিলেশনে রেখেই পরানো রাইলস টিউব দিয়েই খাবার খাওয়ানো হবে। আপাতত তাঁকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রবিবার বেলা ১০টা নাগাদ মেডিক্যাল টিমের চিকিৎসকেরা এসে বুদ্ধবাবুকে পর্যবেক্ষণ করবেন। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
আপাতত হাই ডোজ অ্যান্টিবায়োটিক চলছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের দু'দিকেই সংক্রমণ হয়েছে। বাঁদিকে সংক্রমণ খুব বেশি। ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন করা হয়েছে। এছাড়াও তাঁর শরীরে ক্লেবশিয়েলা (Klebsiella) নামে এক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়ার খোঁজ পাওয়া গিয়েছে।
শনিবার রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্টেবিলাইজ করার সবরকম চেষ্টা করা হচ্ছে। ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই যাতে তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটারগুলি ঠিক থাকে তাঁর জন্য নানারকম সাপোর্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, চিকিৎসকরা যেমনটা চেয়েছেন, তেমনভাবেই রাতে ওঁর সমস্ত ভাইটাল প্যারামিটার বজায় রাখা হয়েছে। আপাতত তাঁর শরীরের যে স্থিতাবস্থা, এতেই ডাক্তাররা নতুন করে আশার আলো দেখছেন।
বুদ্ধবাবু ভেন্টিলেশনে, সঙ্কট বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, নিউমোনিয়া সংক্রমণ উদ্বেগজনক