শেষ আপডেট: 17th March 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ টলিউড অভিনেতা পার্থসারথি দেব। কলকাতার এমআর বাঙুর হাসপাতালে টানা ৩৫ দিন ধরে ভর্তি রয়েছেন। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছেন। তার সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬৮ বছরের বর্ষীয়ান অভিনেতার বুকে সংক্রমণ ছড়িয়েছে।
পার্থসারথি দেব বিগত ৪০ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তাঁর অভিনয় মুগ্ধ করেছে টেলিভিশন ও সিনেমার দর্শকদের। তিনি প্রায় ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি নাটকের মঞ্চেও দাপটে অভিনয় করে চলেছেন। মঞ্চে এবং পর্দায় তিনি অত্যন্ত দক্ষ অভিনেতা হিসেবেই পরিচিত।
প্রবীণ অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী সহ তাঁর অনুরাগীরা। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। হাসপাতাল সূত্রের খবর, তিনি আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিয়েছেন জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব।