শেষ আপডেট: 15th November 2022 10:19
দ্য ওয়াল ব্যুরো: ভাল নেই ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)! সোমবার সন্ধেবেলা তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরীর ফেসবুক পোস্টের পরেই বিষয়টি বোঝা গিয়েছিল। সবাইকে মিরাকেলের জন্য প্রার্থনা করতে বলেছিলেন তিনি। তবে চিকিৎসকরা (doctor) তো মিরাকেলের অপেক্ষা করেন না। তাঁরা শেষ অবধি লড়াই করে মিরাকেল ঘটিয়ে দেন। ঐন্দ্রিলাকে সুস্থ করে তোলার জন্যও ডাক্তাররা নিজেদের চেষ্টা জারি রেখেছেন।
হাসপাতাল (hospital) সূত্রে খবর, ঐন্দ্রিলা শর্মার অবস্থা স্থিতিশীল নয়। অভিনেত্রীর ব্লাড প্রেশার ওঠানামা করছে। তাঁর ভেন্টিলেশনের (ventilation) মাত্রাও বাড়ানো হয়েছে বলে খবর। মঙ্গলবার ঐন্দ্রিলার স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে যে, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর মাথার যেদিকে অস্ত্রোপচার হয়েছিল, ঠিক তার বিপরীত দিকে নতুন করে রক্ত জমাট বেঁধেছে।
এর আগেই ওষুধ বদলে অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছিল অভিনেত্রীর। কিন্তু তাতেও যে বিশেষ লাভ হয়েছে, তা নয়। এদিকে তাঁর রক্তে সংক্রমণ এখনও কমেনি। তা আগের মতোই রয়েছে। এর ফলে জ্বর কমারও কোনও লক্ষণ দেখছেন না চিকিৎসকরা। ফলে পরিস্থিতি যে আগের থেকেও সংকটজনক, তা মানছেন খোদ ডাক্তাররাই।
হাসপাতাল সূত্রে খবর, নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে, তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে। যদিও চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ। এখনও তা কমার লক্ষ্মণ নেই। তাই জ্বরও কমছে না। পরিস্থিতি আগের থেকে সঙ্কটপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সব্যসাচী লেখেন, ‘কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’ সেই সঙ্গে ইংরেজিতেও লেখেন সব্যসাচী, ‘Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human.’ অর্থাৎ, মিরাকেলের জন্য বা অতিপ্রাকৃত কোনও কিছুর জন্য প্রার্থনা করতে বলছেন সব্যসাচী। জানিয়েছেন, মনুষ্যোচিত যা লড়াই সম্ভব, সব কিছু পার করে লড়ছেন ঐন্দ্রিলা।
গত সপ্তাহেই যেখানে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা যাচ্ছিল, সেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন পরিবর্তন মানতে পারছেন না কেউই। উদ্বিগ্ন অভিনেত্রীর কাছের মানুষজন থেকে শুরু করে সতীর্থরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঐন্দ্রিলার জ্ঞান এখনও ফেরেনি। তাঁর শারীরিক অবস্থা কখনও ভাল, আবার কখনও মন্দ। সুস্থ হয়ে ঐন্দ্রিলা যাতে আবার বাড়ি ফিরতে পারে, এখন সেই প্রার্থনা করছেন সকলে।
ঐন্দ্রিলা কি ভাল নেই! 'মিরাকেলের জন্য প্রার্থনা করুন', লিখলেন সব্যসাচী, ফেসবুকে উদ্বেগের ঝড়