শেষ আপডেট: 20th November 2022 04:18
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধের পর রাতে একাধিকবার হার্ট অ্যাটাক (cardiac arrest) হয়েছে ঐন্দ্রিলার (Aindrila Sharma)। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অতি সংকটজনক পরিস্থিতি অভিনেত্রীর। জানা গেছে, অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। এইমুহূর্তে অভিনেত্রীর কেবিনেই রয়েছেন চিকিৎসকরা। ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ঐন্দ্রিলার পরিবার। আশঙ্কায় অনুরাগীরাও।
শনিবার সন্ধে থেকেই ১০০ শতাংশ ভেন্টিলেশনে (ventilation) রয়েছেন অভিনেত্রী। ঐন্দ্রিলার রক্তচাপও যখন তখন ওঠানামা করছে। তা নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। এছাড়াও চলছে অ্যান্টিবায়োটিক। অভিনেত্রীর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা বর্তমানে ৫। যা সুস্থ ও সাধারণ মানুষের ক্ষেত্রে ১৫ থাকে। তাই আশঙ্কার মেঘ এখনও কাটেনি বলেই জানাচ্ছেন ডাক্তাররা। উল্লেখ্য, এই গ্লাসগো কোমা স্কেলের মাত্রা আসলে সংজ্ঞাহীনতার পরিমাপ।
উল্লেখ্য, ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার গত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা। মাথায় অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। শুক্রবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সে খবর সকলের সঙ্গে ভাগও করেছিলেন ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের অবনতি হল ঐন্দ্রিলার।
ঐন্দ্রিলাকে নিয়ে সব পোস্ট মুছে দিলেন সব্যসাচী, কীসের ইঙ্গিত!