শেষ আপডেট: 17th September 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ে খেলা হবে। আর কানপুরে আয়োজন করা হবে দ্বিতীয় ম্যাচটি। দুই দেশের ক্রিকেট সমর্থকরা আপাতত এই সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস কায়েম করেছিল। সেকারণে তাদের আত্মবিশ্বাস আপাতত অনেকটাই উপরে রয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন, টিভি কিংবা মোবাইলে কীভাবে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে? আসুন জেনে নেওয়া যাক, কীভাবে ফ্রি'তে এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখবেন?
বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ পেস বোলার নাহিদ রানা এখনও পর্যন্ত তিনটে টেস্ট ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। দ্বিতীয় টেস্ট ম্যাচের এক ইনিংসেই তিনি চার উইকেট শিকার করেছিলেন। তাঁর গতি এবং সুইংয়ে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের মতো ব্যাটারদেরও যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
অন্যদিকে ঋষভ পন্থ প্রায় ২ বছর পর আবারও টেস্ট ক্রিকেটে কামব্যাক করছেন। দলীপ ট্রফিতে তাঁর বিধ্বংসী ব্যাটিং ফর্ম নির্বাচক এবং সমর্থকদের অনেকটাই স্বস্তিতে রেখেছে। এই পরিস্থিতিতে আশা করা যেতে পারে, আসন্ন এই টেস্ট সিরিজে ঋষভ তাঁর ব্যাটিংয়ে আগুন ফর্ম ধরে রাখতে পারবেন।
টেলিভিশন পর্দায় আপনি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে আপনি এই টেস্ট সিরিজের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। যদি আপনি মোবাইলে দেখতে চান, তাহলে তো জিও সিনেমা আছেই। পাশাপাশি আপনার বাড়িতে যদি স্মার্ট টিভি থাকে, তাহলেও জিও সিনেমায় এই ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার, এরজন্য আপনার থেকে আলাদা করে কোনও চার্জ কাটা হবে না। আপনি এই টেস্ট সিরিজ ফ্রি'তে দেখতে পাবেন।
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং যশ দয়াল।