শেষ আপডেট: 12th October 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: স্নান সেরে পুজোমণ্ডপে যাওয়ার কথা ছিল সকলের। কিন্তু বিজয়া দশমীর সিঁদুরদান দেখা আর হল না। বাড়ির পাশের এক পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দু'জনের নাম ঈশান রায় ও তন্ময় রায়। কুমারগঞ্জের পিরিচপুর গ্রামে মামার বাড়িতে থাকত তাঁরা। ওই ব্লকেরই মোল্লাদিঘি এলাকায় বাড়ি মৃতদের, মা-বাবা ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক। তাই শৈশব থেকে মামার বাড়িতেই বড় হচ্ছিল দুই ভাই। জানা যাচ্ছে, শনিবার সকালে প্রথমে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছিল ছোট ভাই ঈশান।
পরক্ষণেই পা পিছলে জলের গভীরে তলিয়ে যেতে থাকে সে। ভাইকে তলিয়ে যেতে দেখে দাদা তন্ময় জলে ঝাঁপ দেয়। কিন্তু পরমুহূর্তেই সে-ও তলিয়ে যায়। সঙ্গে থাকা আরও দুই বন্ধুর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। কিছুক্ষণের চেষ্টায় দু’জনকে তোলা হলেও বাঁচানো যায়নি কাউকেই। দু’জনকে স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নাওয়া-খাওয়া ভুলেছেন পিরিচপুর গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই মৃত দু'জনের বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ দু’টি উদ্ধারের পর বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।