শেষ আপডেট: 3rd December 2023 20:10
দ্য ওয়াল ব্যুরো: ‘কী চেহারা! আর নায়িকা হতে পারবেন না’, ‘কী মোটা হয়ে গেছ, বোটক্স করে তো মুখটা পুরো শেষ হয়ে গেছে।’
তালিকায় রয়েছে নিন্দকদের হাজারো কটাক্ষ। বহুদিন থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলারদের প্রিয় 'টপিক'। তবে মুখ বুঝে সহ্য নয়, এবার হাজারো ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন রাজ ঘরণী। রাখঢাক না করে ‘ঠুনকো’ সমালোচনার প্রতিবাদ জানালেন। নিজের ভাবমূর্তির চিন্তা না করে ট্রোলারদের মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার দেখান তিনি।
আজকাল সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যাকে রীতিমতো নীতিপুলিশির আখড়া বলা যেতে পারে। সেলিব্রেটিদের ব্যক্তিগত আক্রমণ করতে এক চুলও জায়গা ছাড়েন না বেনামী ট্রোলাররা। বারে বারেই সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তবে আর পাঁচজনের মতো এড়িয়ে যাওয়া নয়, বরং সপাটে কড়া জবাব দিয়ে সমালোচকদের মুখে এক্কেবারে ‘ঝামা ঘষে দেন’ রাজ চক্রবর্তীর স্ত্রী।
সম্প্রতি একটি ভিডিওটিতে দেখা গিয়েছে, মেকআপ চলছে শুভশ্রীর। সেই সময় আশপাশ থেকে ভেসে আসছে নানা মন্তব্য। যেগুলোর প্রায়ই অভিনেত্রীকে সম্মুখীন হতে হয়। কেউ বলছেন, ‘বাবা! এখনও কাজ করছ! বাচ্চার দিকে একটু মন দাও।’ কারও মন্তব্য, ‘এবার আর হিরোইনের ক্যারেক্টর করতে হবে না। পুরো মা। মায়ের রোল ছাড়া আর কিছুই পাবে না, দেখে নিও।’ কারও মতে আবার, ‘ইস কী মোটা হয়ে গিয়েছ। বোটক্স করে করে ফেসটা একদম শেষ হয়ে গিয়েছে।’
View this post on Instagram
সমস্ত মন্তব্য শুনে ট্রোলারদের উদ্দেশে নিজের মধ্যমা আঙুলটি তুলে দেখান অভিনেত্রী। শুভশ্রীর এই ভিডিও দেখে একের পর এগিয়ে আসেন তাঁর বন্ধুরাও। ট্রোলারদের জবাব দেওয়ার প্রসঙ্গে অভিনেত্রীর প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রী মৌনি রায়। লিখেছেন ‘দারুণ, এইজন্যই তো আমরা বন্ধু’। শুভশ্রীর জবাবের প্রশংসা করেছেন শ্রাবন্তীও। সংগীতশিল্পী আকৃতি কক্কর থেকে শুরু করে অভিনেত্রী দেবলীনা কুমার সকলেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। তবে সন্তান জন্মের আগে থেকে অভিনেত্রীকে ঘিরে একের পর এক বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কখনও তাঁর চেহারা নিয়ে কখনও আবার আক্রমণ করা হয়েছে তাঁর জীবনযাত্রার ধরনকে। শুভশ্রী কথায়, একটা সময় এসব নিয়ে চিন্তিত হলেও, এখন আর এসবে কিছুই যায় আসে না তাঁর। বরং, যা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়, সেদিকেই আরও মনোযোগ দিয়ে এগিয়ে গিয়েছেন তিনি।