শেষ আপডেট: 26th October 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: দশমীর বিকেল। ঘড়ির কাঁটা তখন মেরেকেটে সাড়ে ৪টের ঘরে। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে স্বামী-অভিনেতা যশ দাশগুপ্তর হাত ধরে প্রবেশ করলেন অভিনেত্রী এবং বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি। দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে তুললেন বেশ কয়েকটি ছবি। সঙ্গে ছিলেন পুজোর প্রধান উদ্যোক্তা ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমও। এরপরই ঘটল বিপত্তি! বাড়ি ফিরে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তুমুল ট্রোলের শিকার হলেন নায়িকা।
একজন মুসলিম হয়ে অমুসলিম সম্প্রদায়ের উৎসবে যোগদান করায় রীতিমতো তাঁকে নিয়ে খাপ বসানো হল সামাজিক মাধ্যমে। সিঁদুর পরা নিয়ে এখনও তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। এবার দুর্গাপুজোর সময়েও ফের তিনি কট্টরবাদীদের তোপের মুখে পড়লেন। দশমীর বিকেলেও নুসরতের মাথায় ছিল সিঁথিভর্তি সিঁদুর। পরনে ছিল পিচরঙা শাড়ি। মণ্ডপের ভিতর দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে যশ ও প্রিয়দর্শিনীর সঙ্গে বেশ কিছু ছবি তোলেন তিনি। এরপর সেগুলি পোস্ট করার পরেই গোল বাঁধে।
View this post on Instagram
নুসরত ও যশের সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে সেখানে। একইসঙ্গে হিন্দু ধর্মের মানুষকে বিয়ের পরেও কেন এখনও পদবীতে জাহান ব্যবহার করেন অভিনেত্রী, সেই নিয়েও গালমন্দ করা হয়েছে অভিনেত্রীকে। একজন লিখেছেন, ‘জাহান্নামে আপনার এই পাপের বিচার হবে’। আর একজন নেটিজেন লিখেছেন, ‘সবই ঠিক আছে। এবার নামটাও পাল্টে ফেলুন। মুসলিম নাম-পদবী নিয়ে এসব মানায় না’। তবে অনেকেই তাঁর ও যশের প্রশংসাও করেন। তবে নুসরত কাউকেই পাল্টা কোনও কথা বলেননি।
গত কয়েকবছর ধরে পুজোর পর রাজ্য সরকার আয়োজিত কার্নিভালে যোগ দেওয়ার জন্য দশমীর পরেও ঠাকুর মণ্ডপে থাকে। তাই সপ্তমী-অষ্টমীর ভিড় এড়াতে অনেকেই এইসময় ঠাকুর দেখতে যান। এবার দশমীর বিকেলেও চেতলার মণ্ডপে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। তার উপর সেখানে যশ-নুসরত আসায় মণ্ডপের সামনে ভিড় আরও উপচে পড়ে। তারকাদের সামনে দেখে ছবি তোলার হিড়িক পড়ে যায়। এরপর ঠাকুর দর্শন করে আবার মণ্ডপের ভিআইপি গেট দিয়েই বেরিয়ে যান দু’জনে।