শেষ আপডেট: 31st May 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট। এবারে ভোট হবে কলকাতা এবং দুই ২৪ পরগণার ৯টি লোকসভা কেন্দ্রে। অবাধ ও সুষ্ঠ ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
জানা যাচ্ছে, শেষ দফা ভোটে শুধুমাত্র কলকাতা পুলিশ কমিশনারেট এলাকার নিরাপত্তায় থাকছে ২৪৬ কোম্পানি বাহিনী। শুক্রবার থেকেই রাস্তায় নেমেছে ১৩ হাজার কলকাতা পুলিশ। শহরজুড়ে শুরু হয়েছে নাকাচেকিং। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে এই প্রথমবার কলকাতার ভোটে রাতের পেট্রোলিংয়ে কেন্দ্রীয় বাহিনীও থাকছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, শেষ দফা ভোটকে ঘিরে কলকাতার মোট ৪৫টি জায়গাকে নাকা চেকিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পয়েন্টে থাকবে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও শুক্রবার ৭২টি নাইট পেট্রোলিং গাড়ি থাকছে শহরের নজরদারিতে। ওই পেট্রোলিং গাড়িতে থাকবেন ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। যা অতীতের কোনও ভোটে শহর কলকাতায় দেখা যায়নি বলেই পুলিশ সূত্রের খবর। রাস্তাঘাটের পাশাপাশি শহরের হোটেলগুলিতেও তল্লাশি অভিযান করেছে বাহিনী। উদ্দেশ্য, নির্বিঘ্নে ভোটের কাজ সম্পন্ন করা।
কলকাতা পুলিশের আওতায় রয়েছে ৫টি লোকসভা কেন্দ্রের ১৬টি বিধানসভা কেন্দ্র। এছাড়াও মেটিয়াবুরুজ ও ক্যানিং পূর্ব বিধানসভার একাংশের দায়িত্ব কলকাতা পুলিশের।
কমিশন সূত্রের খবর, লালবাজারের অধীনে রয়েছে ৫ হাজার ১৫৮টি বুথ। ৫ থেকে ৮টি বুথ নিয়ে তৈরি করা হয়েছে ১টি করে সেক্টর। ৩-৪টি সেক্টর নিয়ে ১টি করে কিউআরটি বা কুউক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রতিটি থানায় রাখা হচ্ছে ৩টি করে আরটি মোবাইল ভ্যান ও একটি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। এছাড়াও কন্ট্রোলরুম থেকে প্রতি মুহূর্তের সিসিটিভি ফুটেজ মনিটর করা হবে। অর্থাৎ ভোটের আগে নিশ্চিদ্র নিরাপত্তায় শহর কলকাতা।