শেষ আপডেট: 13th October 2023 19:07
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা হৃতিক রোশনের বান্ধবী সাবা আজাদ মুম্বইয়ের ল্যাকমে ফ্যাশন উইকে গান গেয়ে চূড়ান্ত ট্রোলের শিকার হলেন। কেউ তাঁকে মানসিক ভারসাম্যহীন, কেউ আবার সরাসরি পাগল বলে কটাক্ষ করেছেন। গাইতে গাইতে র্যাম্পের উপর তিনি হঠাৎ অদ্ভুতভাবে নাচতে শুরু করেন। সেই নিয়েই নেটিজেনদের একাংশ সাবাকে নিয়ে ঠাট্টা শুরু করেছেন। তবে পাল্টা দিয়েছেন সাবা নিজেও। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নিন্দেমন্দ দেখে কড়া জবাব দিয়েছেন নেটিজেনদের।
এমনিতে সাবা একজন সঙ্গীতশিল্পী হিসাবে যথেষ্ট প্রতিভাবান। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে আসার পরই তিনি রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। একাধিকবার তাঁর গানের প্রশংসা শোনা গিয়েছে হৃতিকের মুখেও। প্রেমিকাকে নিয়ে তিনি যে গর্বিত, সেটাও বলেছেন। কিন্তু ওই ফ্যাশন উইকে তাঁর নাচ দেখে তুমুল সমালোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। একজন সাবা আজাদকে পাগল বলে কটাক্ষ করার পরেই তাঁকে পাল্টা জবাব দিয়েছেন সাবাও।
View this post on Instagram
সমালোচনাকে গায়ে না মেখে পাল্টা হৃতিকের বান্ধবী বলেছেন, এমন ঘৃণার পৃথিবীতে আপনাদের মতো মানুষের মন্তব্যই বেশি। এসব কথা রোজই শুনি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “হ্যাঁ আমাকে ক্রমাগত এই ঘৃণার বিরুদ্ধে লড়ে যেতে হবে। আমি অবশ্যই পাগল, কারণ পৃথিবী আপনার মতো লোকই ভর্তি, যারা আড়ালে বসে ঘৃণা ছড়ানো ছাড়া আর কিছুই করে না।” তবে সাবা মুখ খুললেও বান্ধবীর এমন অপমান নিয়ে এখনও অবধি প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি হৃতিককে।