শেষ আপডেট: 8th October 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। আধ ঘণ্টার ব্যবধানে ব্যবধানে পরপর তিনটে ভূমিকম্পে, নিমেষে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন দেশের ১২টি গ্রাম। মৃতের সংখ্যা দু'হাজার ছাড়িয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের তলায় আটকে বহু মানুষ। চলছে উদ্ধার কাজ। সেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাষ্ট্রসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১১মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তানের হেরাট এলাকায়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৬.৩। আধ ঘণ্টার মধ্যে আরও ভূমিকম্প দেখা যায় ওই এলাকায়। রিখটার স্কেলে দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৬ ও তৃতীয়বার ৬.২।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্র ছিল এই অঞ্চলের বৃহত্তম শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। আতঙ্কিত বাসিন্দারা ছুটে বাড়িঘর, অফিস থেকে বেরিয়ে আসতে শুরু করেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে বাড়িঘর, দোকানপাট।
সেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে বহু মানুষ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র মোল্লা জান সায়েক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শুধু শহর নয়, গ্রামীণ ও পাহাড়ি এলাকায়ও ভূমিধস নেমেছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। রাষ্ট্র সংঘের তরফে বলা হয়েছে, তল্লাশি অভিযান চলছে। এখনই মৃতের সংখ্যা বলা যাবে না।
উদ্ধারকাজে নেমে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ১২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেইসব অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে আসার কাজে ব্যবহার করা হচ্ছে। আহতদের মধ্যে বেশিরভাই মহিলা ও শিশু।