শেষ আপডেট: 4th July 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রাজ্য। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে এখবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
টুইটে ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১ এপ্রিল থেকে এই সুবিধা পাবেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা।
— Bratya Basu (@basu_bratya) July 4, 2024
এর ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগে প্যারা টিচার, এসএসকে এবং এমএসকে'র শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল ২ লাখ। অন্যদিকে একাডেমিক সুপার ভাইজারদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল ১ লাখ টাকা। এবার তা বাড়িয়ে সকলের ক্ষেত্রেই পাঁচ লাখ করা হল। এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরাও অবসরকালীন ভাতা পাবেন পাঁচ লাখ টাকা।
এর ফলে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।