শেষ আপডেট: 8th July 2024 23:48
দ্য ওয়াল ব্যুরো: ক্লাসরুমে ছাত্রকে রেখে তালা বন্ধ করে চলে গেলেন শিক্ষিকরা। স্কুল ছুটির পর টানা তিন ঘন্টা ক্লাস রুমেই আটকে রইল এক চতুর্থ শ্রেণির ছাত্র। আর্ত চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। সোমবার আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকের চেপানি দুই নং বিএফপি স্কুলের ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই স্কুলে ৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষক ছুটিতে ছিলেন। বাকি ২ সহশিক্ষিকা এবং একজন পার্শ্ব-শিক্ষিকা আজ স্কুল আসেন। অভিযোগ, বেলা দেড়টা নাগাদ স্কুল ছুটি হয়ে যায়। পার্শ্ব-শিক্ষিকাই স্কুলের প্রতিটি ক্লাসরুম তালাবন্ধ করেন। কিন্তু চতুর্থ শ্রেণির এক ছাত্র যে ক্লাসে রয়ে গিয়েছে তা তিনি লক্ষ্য করেননি। গোটা স্কুলে তালা দিয়ে বেরিয়ে যান সকলে।
এদিকে পড়ুয়া বাড়িতে না আসায় স্কুলে খোঁজ নিতে আসেন তার দাদু। তখনই স্কুলের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান বৃদ্ধ। আর সেই আওয়াজ যে তাঁর নাতির তা বুঝতে দেরি হয়নি। এরপরই গ্রামবাসীদের ডাকতে শুরু করেন তিনি। স্কুলের প্রায় ১০০ মিটার দূর থেকে ওই ছাত্রের চিৎকার শুনতে পান পথ চলতি মানুষেরাও। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ডেকে আনেন। শেষে প্রধান শিক্ষক ক্লাসরুম খুলে ওই ছাত্রকে উদ্ধার করেন।
অভিভাবকদের দাবি, এই স্কুলে পঠন-পাঠান ঠিকঠাক হয় না। সোমবার ছুটির নির্দিষ্ট সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যান শিক্ষিকারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আসে পুলিশও। শিশুটি সুস্থ রয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।