শেষ আপডেট: 9th July 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: সকলেই বিএড প্রশিক্ষিত। তবুও জোর করে দু'বছর কর্মরত শিক্ষকদের দু'বছরের ডিপ্লোমা কোর্স করানোর নির্দেশ দেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে। তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে আন্দোলনে শামিল হলেন শিক্ষক শিক্ষিকারা।
আন্দোলনকারীদের অভিযোগ, তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী তাঁরা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। সেই ভাবেই প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন। কিন্তু রাজ্যের অন্যান্য জেলার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের 'এ ক্যাটাগরি'র শিক্ষক হিসেবে মান্যতা দেওয়া হলেও ব্যতিক্রম বাঁকুড়া জেলা। এখানে এই সব শিক্ষকদের 'বি ক্যাটাগরি'ভূক্ত করে রাখা হয়েছে। এর ফলে বেতন বৈষম্য দেখা দিয়েছে।
পাশাপাশি সংসদের তরফে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের 'আলোচনার নামে ডেকে' দু'বছরের ডিপ্লোমা কোর্স করতে বাধ্য করা হয়েছে। এবিষয়ে কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। মৌখিকভাবে পুরো বিষয়টি জানানো হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই ধরণের শিক্ষকদের ছ'মাসের ব্রিজ কোর্স করার কথা বলা হলেও ব্যতিক্রম কেন বাঁকুড়া ? সে নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। প্রয়োজনে এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা আদালতের স্মরণাপন্ন হবেন বলেও জানান।