শেষ আপডেট: 27th December 2023 19:20
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর এই তেরো পার্বনের শেষ হয় নতুন বছরের উদযাপন দিয়েই। উদযাপন মানেই গুছিয়ে আড্ডা, জমিয়ে হুল্লোড় আর পেট পুরে খাওয়া দাওয়া। কলকাতায় তাজ হোটেলের নাম তো সবাই শুনেছেন এবং তাদের প্রত্যেকটা হোটেলের মধ্যেই রয়েছে দারুণ দারুণ রেস্তোরাঁ। একেকটা রেস্তোরাঁ একেকটা স্পেশ্যাল খাবার তৈরিতে পারদর্শী।
নিউ ইয়ার ইভে তাজের প্রত্যেকটা হোটেলে থাকার ক্ষেত্রে রয়েছে বিশাল সুব্যবস্থা এবং নানান অফারও। তেমনই তাজ হোটেলের প্রত্যেকটা রেস্তরাঁতেও থাকছে নিউ ইয়ার স্পেশ্যাল মেনু সঙ্গে দুর্দান্ত অফার। চলুন জেনে নিই কোথায় কী পাওয়া যাচ্ছে?
• তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা
শামিয়ানা - তাজ সিটি সেন্টার নিউ টাউনের ভেতরে অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ শামিয়ানা। শামিয়ানার খাবার, স্বাদ, রেস্তোরাঁতে কর্মরত প্রত্যেকটা মানুষের ব্যবহার কোনওকিছুতেই খামতি নেই। শামিয়ানাতে ৩১ ডিসেম্বর এবং নিউ ইয়ারের জন্য চলছে বিশেষ অফার। শুরু হবে সন্ধে ৭ টা থেকে। স্পেশ্যাল ডিনার বুফে, লাইভ মিউজিক, ফটো বুথ, ম্যাজিক শো, ফেস পেইন্টিং, ট্যারট কার্ড রিডিং-এর মতো আরও নানা মজার অনুষ্ঠান।
মেনুতে রয়েছে সুশি বার, স্পেশ্যাল প্ল্যাটার, হানি গ্লেজড স্মোকড হ্যাম, প্রন থার্মিন্ডর, স্মোকড নরওয়েজিয়ান স্যামন, বাটার বল টার্কি রোল, কোর্মা, কালিয়া, কোফতা, তাওয়া কাবাব, আওয়াধি এবং হায়দ্রাবাদি বিরিয়ানি, সিফুড বার, টার্কিশ বাকলাভা এবং বিভিন্ন পাই, পুডিং। দুজনের মোট খরচ পড়বে প্রায় ৭০০০ টাকা + কর।
উইকিকি - তাজ সিটি সেন্টার নিউ টাউনের আরেকটি পপুলার রেস্তোরাঁ হল উইকিকি। এখানেও চলছে দুর্দান্ত নিউ ইয়ার অফার। ৩১ ডিসেম্বর সন্ধে ৭ টা থেকে চলবে এই অফার। উইকিকিতে পাবেন আনলিমিটেড খাবারের বুফে সঙ্গে রয়েছে পছন্দের পানীয়র বার, ককটেল বার, ডিজে মিউজিক। নাচ গান, খাওয়া দাওয়া মিলে জমজমাটি ব্যবস্থা। এখানে খরচ পড়বে জন প্রতি ৮০০০ টাকা এবং আপনি যদি আপনার সঙ্গীকে নিয়ে যান তাহলে দুজনের খরচ পড়বে ১২০০০ টাকা।
• ভিভান্তা ইএম বাইপাস কলকাতা
মিন্ট - কলকাতার ইএম বাইপাসের কাছে রুবি হসপিটালের ঠিক উল্টোদিকেই রয়েছে তাজের আরেকটি হোটেল ভিভান্তা। ভিভান্তার ভেতরের রেস্তোরাঁগুলোতেও নিউ ইয়ার ইভের জন্য চলবে দুর্দান্ত অফার। এই অফার চলবে ৩১ শে ডিসেম্বর সন্ধে ৭:৩০ থেকে রাত ১২:০০ টা পর্যন্ত।
নিউ ইয়ার ইভে গালা ডিনার বুফেতে থাকছে প্রচুর খাবার এবং লাইভ পার্ফমেন্সের ব্যবস্থাও। অতিথিরা যেমন প্রচুর ভারতীয় খাবার পাবেন,
তেমনই পাবেন নানা দেশের বিভিন্ন পদ । বিরিয়ানি, সর্ষে পাবদা, লাইভ ব্রুলে স্টেশন ছাড়াও আরও অনেক কিছু। ডেসার্টে থাকছে বাঙালির প্রিয় পাটিসাপটা। কেমন খরচ পড়বে জানতে ইচ্ছে করছে তো?
সফট বেভারেজ সহ বুফে ডিনারের খরচ জন প্রতি ৩০০০ টাকা এবং নির্দিষ্ট হার্ড বেভারেজ সহ বুফে ডিনারের খরচ পড়বে জন প্রতি ৪৫০০ টাকা। এছাড়া ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য বুফে ডিনারের খরচ পড়বে ১৪৫০ টাকা।