শেষ আপডেট: 20th March 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোট প্রচারে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন সুজাতা মণ্ডল। একেবারে হুমকির সুর শোনা গেল তাঁর গলায়। বললেন, "যে অঞ্চলে আমার দল লিড পাবে না, সেখানে আসার আগে দশবার ভাবব।" বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর এমন মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, "বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, তাঁর কথাবার্তার ধরন এবার আপনারাই বিচার করুন।"
মঙ্গলবার ওন্দা ব্লকের নতুনগ্রাম বাজার এলাকায় প্রচারে গিয়েছিলেন সুজাতা। পরে গ্রামে ঢুকে প্রচার করেন। ভোট প্রচারের ফাঁকেই এক মহিলা ভোটারকে উদ্দেশ করে তিনি বলেন, "তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছ, এবার আমি ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক, যেই থাক, আই ডোন্ট কেয়ার, যদি তৃণমূল ভোট না পায়, তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে।"
শুধু এই বলেই থেমে যাননি সুজাতা। তিনি দলের স্থানীয় নেতা ও বুথ কর্মীদের কড়া নির্দেশও দেন। কোন কোন বুথে বিজেপি লিড পাচ্ছে সে হিসাব কর্মীদের লিখে রাখতে বলেন। একই সঙ্গে সুজাতা গ্রামবাসীদের এও জানিয়ে রাখেন, ভোটের পর যে অঞ্চলে তৃণমূল লিড পাবে, সেখানে রাতের অন্ধকারে প্রাণ বাজি রেখেও পৌঁছে যাবেন তিনি। আর যে যে বুথে তৃণমূল লিড পাবে না, সেখানে যেতে গেলে তিনি দশবার ভাববেন। কারণ দল তাঁকে প্রার্থী করেছে। প্রকাশ্যে এ ভাবেই সাংবাদিকদের সামনে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সুজাতার বিরুদ্ধে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তাঁর অবস্থানেই অনড় থাকেন।
ওন্দা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা সব ভোটেই বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে ভাল মার্জিনে লিড পেয়েছে। আর এটাই বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোটারদের এই ট্রেন্ড বদলাতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপিকে পরাস্ত করে এই এলাকার ভোটারদের নিজেদের অনুকূলে আনতে সচেষ্ট সুজাতা। কিন্তু তৃণমূল প্রার্থীর এই হুঁশিয়ারিতে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রতিদ্বন্দ্বীর এই মন্তব্যের পাল্টা জবাবে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, "বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের যে প্রার্থী হয়েছেন, তাঁর কথাবার্তার ধরন এবার আপনারাই বিচার করুন। তিনি ভোটাদের হুমকি দিচ্ছেন। তিনি মিডিয়াকে হুমকি দিচ্ছেন। বলছেন আই ডোন্ট কেয়ার। আমার সেটা সবচেয়ে খারাপ লেগেছে। এত বেপরোয়া কেন? এটা ঠিক না।"