সুজাতা মণ্ডল
শেষ আপডেট: 24th March 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিষ্ণুপুর লোকসভা আসনে সুজাতা মণ্ডলকে তৃণমূল যে সাগ্রহে প্রার্থী করেছে এমন নয়। তফসিলিদের জন্য সংরক্ষিত আসন। যুৎসই মুখ বিশেষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ প্রহরে তাঁর নাম তালিকায় ঢোকানো হয় বলে খবর।
তবে একবার প্রার্থী করে দেওয়ার পর সুজাতাকে নিয়ে এখন দলের নেতারা খুবই বিড়ম্বনায় পড়েছেন বলে খবর। তৃণমূলের এক নেতার কথায়. ‘প্রায় চুল ছেঁড়ার উপক্রম’! কেন? কারণ, শনিবার বিষ্ণুপুরে প্রচারে বেরিয়ে সুজাতা রাস্তার পাশে একটি সেলুনে ঢুকে পড়েন। এক যুবক তাঁর চুল কাটাচ্ছিলেন। কথা নেই বার্তা নেই, সুজাতা নাপিতের হাত থেকে কাঁচি নিয়ে যুবকের চুল কাটতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই যুবকের মুখের অবস্থা ছিল দেখার মতই। হয়তো উৎকন্ঠায় ভুগছিলেন, তাঁর চুলের এবার বারোটা বাজল! শনিবারের ওই ঘটনার পর থেকে বিষ্ণুপুরের স্থানীয় বিজেপি নেতারা কটক্ষ করে বলছেন, ‘দুয়ারে নাপিত’। সোশাল মিডিয়া ছেয়ে দিচ্ছে ওই ছবিতে।
প্রচারে বেরিয়ে প্রথম দিন থেকেই সুজাতা যে সব কাণ্ড করছেন তা নিয়ে বেজায় ক্ষিপ্ত দলের উপরতলার নেতারা। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পরই বিষ্ণুপুরে গিয়ে তাঁর প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে এক প্রকার খেউড় করতে নেমে পড়েছিলেন। সৌমিত্রর বিরুদ্ধে একাধিক নারীসঙ্গের অভিযোগ করছিলেন সুজাতা। পরে দেখা যায় প্রচারে বেরিয়ে ভোটারদের শাসানি দিচ্ছেন বাঁকুড়ার জয়পুর আসন থেকে জেলা পরিষদের এই সদস্য।
এই অবস্খায় বুধবার তাঁকে পার্টি অফিসে ডেকে কড়া ধমক দেন দলের উপর তলার নেতারা। সুজাতাকে সাফ জানিয়ে দেওয়া হয়, হাত জোড় করে ভোট চাওয়া ছাড়া কোনও কথা যেন তাঁর মুখ থেকে না বেরোয়।
তৃণমূলের এক নেতা হেসে বলেন, সুজাতাকে খুব বেশি মুখ খুলতে মানা করা হয়েছে, তাই এবার মুখ বন্ধ রেখে কাঁচি চালাতে শুরু করেছে। বিষ্ণুপুরে ভোট হবে ২৫ মে। প্রায় দু’মাস বাকি। ততদিনে আর কী কী করবেন কে জানে!