শেষ আপডেট: 22nd March 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: কয়েকদিন আগেই প্রচারে বেরিয়ে চপ ভেজেছিলেন বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এবার পাঁচ টাকায় চা বিক্রি করলেন। তাঁর মুখে শোনা গেল, "চায়ে লে লো চায়ে, দেখতে মজা খেতে তাজা।"
বৃহস্পতিবার সন্ধে বেলায় কোতুলপুরে কর্মীদের সঙ্গে প্রচারে নেমেছিলেন সুজাতা। সেখানে তিনি নেতাজি মোড়ের একটি চায়ের দোকানে ঢুকে পড়েন। দোকানদারকে পাশে রেখে নিজেই চা তৈরি করতে শুরু করেন তৃণমূলের এই প্রার্থী। পরে কেটলি থেকে চা ঢেলে সকলকে পরিবেশনও করেন। মুখে বলতে থাকেন, "চায়ে লে লো চায়ে।" সঙ্গে প্রধানমন্ত্রীর নাম না করে কটাক্ষ করে বলেন, "কেউ তো চা বেচতে বেচতে দেশ বেচে ফেলেছেন, কিন্তু আমরা মানুষের মন জয় করছি।"
কয়েকদিন আগেই প্রচারে বেরিয়ে ইন্দাস বাজারে গেছিলেন সুজাতা মণ্ডল। সেখানেই সাধুদার দোকানে চপ ভাজতে দেখা যায় তাঁকে। সেই চপ ভাজার ছবি বিষ্ণুপুরে সাড়া ফেলে দিয়েছিল। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ।
তৃণমূল প্রার্থীর প্রচার চালানোর সময়ে চা বিক্রি করা নিয়ে স্বাভাবিকভাবেই কটাক্ষ ধেয়ে এসেছে বিজেপির দিক থেকে । দলের মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, "এসবই ভোটের জন্য গিমিক। উনি নজরে আসার জন্য আর কী কী করবেন?"