শেষ আপডেট: 26th March 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সভাপতি জেপি নাড্ডার স্ত্রী মল্লিকার গাড়ি চুরি হয়েছে। দিল্লির গোবিন্দপুরির একটি পেট্রল পাম্প থেকে দিনের বেলায় চুরি হয় গাড়িটি।
ঘটনাটি গত ১৯ মার্চের। আট দিন হয়ে গেল, মল্লিকাদেবীর টয়োটা ফরচুনার গাড়িটির এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। কেন্দ্রের শাসক দলের সর্ব ভারতীয় সভাপতির স্ত্রীর গাড়ি চুরি এবং তা আটদিন পরও উদ্ধার করতে না পারায় অস্বস্তিতে পড়েছে অমিত শাহের দিল্লি পুলিশ। দিল্লি রাজধানী হলেও পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৯ মার্চ নাড্ডার স্ত্রীর গাড়ির ড্রাইভার পাম্পে গাড়িটি পার্ক করিয়ে পাশের হোটেলে খেতে গিয়েছিলেন। একই সময় খেতে যান পাম্পের বেশ কয়েকজন কর্মীও। এই ফাঁকে চোর গাড়ি নিয়ে পালায়।
পুলিশ পাম্পের এক কর্মীকে।সন্দেহ করছে। সেই কর্মীকে জিজ্ঞাসাবাদও করেছে। কিন্তু গাড়ির হদিশ মেলেনি। গাড়িটি নিয়ে চোর নয়ডার দিকে গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এইটুকু শুধু জানতে পেরেছে পুলিশ।