শেষ আপডেট: 27th February 2024 17:37
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দুর্ঘটনার মুখে পড়েছিল একটি চারচাকা গাড়ি। সেই গাড়ি থানায় আটক করে নিয়ে গেছিল পুলিশ। দু'রাতের মধ্যে থানার তত্ত্বাবধানে থাকা গাড়ি থেকে স্পিকার ও সাউন্ড সিস্টেম চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে শান্তিপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শান্তিপুর বাগদিয়া এলাকায় একটি চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে পণ্যবোঝাই একটি লরি। ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্থ লরি ও গাড়ি দুটি আটক করে শান্তিপুর থানায় নিয়ে এসেছিল পুলিশ। দুদিন ধরে থানার তত্ত্বাবধানেই ছিল সেগুলি।
মঙ্গলবার দুর্ঘটনাগ্রস্থ গাড়ির মালিক থানায় এসেছিলেন গাড়িটিকে ছাড়াতে। তখনই তিনি লক্ষ্য করেন, গাড়ির ভিতরের স্পিকার ও সাউন্ড সিস্টেম নেই। এরপরেই প্রশ্ন ওঠে শান্তিপুর থানা চত্বরের নিরাপত্তা নিয়ে। থানার মধ্যে থেকে কীভাবে গাড়ির সাউন্ড বক্স, স্পিকার চুরি হল সেটা নিয়েই ধন্দে গাড়ির মালিক।
গাড়ির মালিক বলেন, "জীবনে প্রথমবার দেখলাম থানার ভেতরে থাকা গাড়ি থেকেও এইভাবে চুরি হচ্ছে। এমন ঘটনাও যে ঘটতে পারে আগে কখনও ভাবতে পারিনি।" অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।