শেষ আপডেট: 23rd February 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পরপর বাইক চুরি হচ্ছিল হরিহরপাড়ায়। পরবর্তীতে তিনটি বাইক উদ্ধারও হয়। কিন্তু চোরের হদিস মিলছিল না। অনেক খানা-তল্লাশিতে চোরের খোঁজ মিলতেই চোখ কপালে উঠল পুলিশের। গ্রেফতার হওয়া ১৬ বছরের নাবালককে জেরা করে পুলিশ জানতে পারল, সম্প্রতি চুরি হওয়া সবগুলি বাইকই সরিয়েছিল সে। তবে চুরি করে বিক্রি করা নয়, তার নেশা বাইক চালানো। বাইক চালিয়ে ঘুরতে ঘুরতে পেট্রল খতম হলে সেখানেই বাইক রেখে দিয়ে চলে যেত সে।
হরিহরপাড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহখানেক ধরে হরিহরপাড়ায় পরপর বাইক চুরি হয়। পরে একাধিক এলাকা থেকে উদ্ধার হয় তিনটি চোরাই বাইক। প্রকৃত মালিকদের হাতে ওই সমস্ত বাইক তুলেও দিয়েছিল পুলিশ। তবে চোরের হদিশ পাচ্ছিল না পুলিশ। বৃহস্পতিবার বাইক চুরি কাণ্ডে যবনিকাপতন।
দুপুরে বারুইপাড়া এলাকায় বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে বছর ষোলোর এক নাবালক। তাকে মারধর শুরু করে গ্রামের মানুষ। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিভিন্ন এলাকা থেকে সেই বাইকগুলি চুরি করেছিল। নিজের কাছে থাকা একটি 'মাস্টার কি' ব্যবহার করে বাইক চুরি করত সে। বাইক চুরির চক্রের পিছনে আর কেউ রয়েছে কিনা তা জানতে ওই কিশোরকে জেরা করে পুলিশ। ওই কিশোর জানায় বাইক চালাতে ভালবাসে সে। কিন্তু তার বাইক নেই। তাই রাস্তা থেকে বাইক চুরি করে চড়ে পড়ত সে। এরপর পেট্রোল ফুরিয়ে গেলে রাস্তাতেই রেখে সরে পড়ত। তার সঙ্গে কথা বলে ও তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশের অনুমান বাইক চড়ার নেশা থেকেই বাইক চুরি করত সে। শুক্রবার জুভেনাইল আদালতে পেশ করার পর সরকারি হোমে পাঠানো হয়েছে তাকে।