শেষ আপডেট: 4th August 2024 08:03
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরানোর পরই ভরা রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। শনিবার বিকেলের ওই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে দেগঙ্গায়।
অন্যদিকে বরাহনগরে ডেলিভারি বয় সেজে বাড়িতে এসে এক মহিলার গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল একটি অ্যাপ নির্ভর খাবার সরবরাহকারী সংস্থার কর্মীর বিরুদ্ধে। দুটি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তদের খোঁজ মেলেনি এখনও।
দুটি ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বলেও অভিযোগ করেছেন বাসিন্দাদের একাংশ। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
জানা যাচ্ছে, শনিবার বরানগরের ১২ নম্বর ওয়ার্ডের একটি বহুতলে খাবার দিয়ে সিঁড়ি দিয়ে নামছিল একটি খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়। সে সময় সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন ওই বহুতলেরই বাসিন্দা বুলু গোস্বামী।
বলুদেবীকে সিঁড়িতে ফেলে মাথায় ইট দিয়ে আঘাত করার পর ওই ডেলিভারি বয় তার সোনার হার ছিনতাই করে নিয়ে পালায় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পেয়েও দুষ্কৃতীকে পিছু ধাওয়া করেছিলেন ওই প্রৌঢ়া। তবে দুষ্কৃতী পালিয়ে যায়।
বুুলু গোস্বামীর কথায়, "বাড়ি বয়ে এসে দুষ্কৃতীরা হার ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এরপরে তো বাড়িতে থাকাও দায়!"
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সংশ্লিষ্ট খাবার সরাবরাহকারী সংস্থার ওই কর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে দেগঙ্গার ঘটনায় দুই দুষ্কৃতীর খোঁজেও তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।