তিন স্বনামধন্য ব্যক্তি যেভাবে দেশের ১০ কোটি শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকা মানুষকে নিয়ে হাসির খোরাকে পরিণত করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।
শেষ আপডেট: 16th July 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো: বিশেষভাবে সক্ষম দেশের ১০ কোটি মানুষকে 'ব্যঙ্গ' করার অভিযোগে শেষমেশ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং ও সুরেশ রায়নার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জমা পড়ল। একটি ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে এই তিন প্রাক্তন ক্রিকেটার দিব্যাঙ্গদের নিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে মশকরা করছেন। যা ভাইরাল হওয়ার পর থেকেই দেশজুড়ে সর্বস্তরে সমলোচনার ঝড় ওঠে।
এই ঘটনার পর ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা ক্ষমা চাইলেও ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ ডিসএবেলড পিপল-এর জাতীয় আহ্বায়ক আরমান আলি প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি বলেছেন, এই তিন স্বনামধন্য ব্যক্তি যেভাবে দেশের ১০ কোটি শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকা মানুষকে নিয়ে হাসির খোরাকে পরিণত করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এতে দিব্যাঙ্গদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। শুধু তাই নয়, এইরকম আদর্শবান মানুষই যদি বিশেষভাবে সক্ষমদের এই দৃষ্টিতে দেখেন, তাহলে তা অন্যদের প্রতি বার্তাবহ হতে পারে।
দিল্লির অমর কলোনি থানায় দায়ের করা এই অভিযোগে একইসঙ্গে ইনস্টাগ্রামের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এর মালিকানা গোষ্ঠী মেটা-র বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি ওয়ার্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডদের নিয়ে একটি প্রদর্শনী প্রতিযোগিতা হয়। ব্রিটেনে আয়োজিত টি-২০ ম্যাচের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত।
এরপরেই ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হরভজন, যুবরাজ এবং রায়না ব্যঙ্গ করে খোঁড়ার অভিনয়ের মাধ্যমে তোওবা তোওবা গানবাজনার সঙ্গে নাচছেন। তাঁদের উদ্দেশ্য ছিল, এই বেশি বয়সেও তাঁরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে কৃতিত্বের সঙ্গে জয় নিয়ে এসেছেন।
আরমান আলি বলেন, আমি যখন প্রথম এই ভিডিও দেখি, তখনই বুঝতে পারি ওঁরা দেশের ১০ কোটি দিব্যাঙ্গ মানুষকে নিয়ে কুৎসিত মজা করছেন। প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, এনারা দেশের তারকা ব্যক্তিত্ব। যেসব মানুষ শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে কঠিন লড়াই করছেন, তাঁদের সপক্ষে চেতনা গড়ে তোলা এঁদের কাজ হওয়া উচিত। সেখানে উল্টে তাঁরাই অপমান করলেন দিব্যাঙ্গদের! এর থেকে আশ্চর্যের আর কী হতে পারে?
সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য হরভজন সিং ওই ভিডিও পোস্ট সরিয়ে নিয়েছেন। এবং ক্ষমাও চেয়েছেন। তিনি বলেছেন, ১৫ দিন ধরে ক্রিকেট খেলার মতো সক্ষমতা এই বুড়ো হাড়ে আছে, এটা বোঝাতেই তাঁরা এই কাজ করেছিলেন। কাউকে অপমান করা তাঁদের উদ্দেশ্য ছিল না।