শেষ আপডেট: 1st July 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: এতদিন জানা ছিল জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু, মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে রাজপথের উপর চলে এল জলজ্যান্ত বড়সড় সাইজের এক কুমির। যা দেখে থমকে দাঁড়াল ব্যস্ত রাস্তার গাড়ি। অত্যুৎসাহীরা সেই ছবি মোবাইলবন্দি করতেও ভুল করলেন না। যথারীতি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলবর্তী রত্নগিরি জেলার চিপলুনে রাস্তার উপর বড় সাইজের একটি কুমিরকে হাঁটতে দেখে লোকজন তো অবাক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাস্তার উপর দিয়ে রাজার মতো হেঁটে যাচ্ছিল কুমিরটি। এর আগে স্থানীয়রা চিপলুন খালে কুমিরের সংখ্যা বৃদ্ধি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।
প্রশাসনের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। শুধু এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বর্ষণমুখর রাস্তার উপর কুমির হেঁটে বেড়াচ্ছে। সোমবার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
Crocodile spotted roaming on Maharashtra road after heavy rain, actually looking for fans with Indian flags to dance together in celebration.????
— Vipin Tiwari (@Vipintiwari952) July 1, 2024
pic.twitter.com/XqGVbk78GM
পুলিশ-প্রশাসন ও স্থানীয়দের সন্দেহ, শিবা নদী থেকে কুমিরটি ভেসে এসেছে। কারণ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে রাজ্যের অধিকাংশ নদীর জলস্তর বেড়ে গিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত রত্নগিরি জেলায় বৃষ্টি চলবে।