শেষ আপডেট: 8th January 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে গিয়ে মার খেতে হয়েছে ইডি অফিসারদের। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কার্যত প্রাণ হাতে নিয়ে দৌড়তে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের।
ঘটনার জেরে প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। এ ব্যাপারে রাজ্যপাল থেকে হাইকোর্টের বিচারপতি, একযোগে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন সকলে। তবে এমন ঘটনা এবার বাংলাজুড়ে ঘটবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা খরদহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে জেলায় সাংগঠনিক রূপরেখা ঠিক করতে সোমবার মধ্যমগ্রামে বৈঠকে বসেছিল তৃণমূলের জেলা কোর কমিটি। ওই বৈঠক শেষে সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোভনদেব বলেন, “এখন তো একটা জায়গায় হয়েছে, এবার সারা বাংলাজুড়ে গণ বিস্ফোরণ হবে। বিজেপির অঙ্গুলি হেলনে যেখানে ইডি এইভাবে তৃণমূল নেতাকর্মীদের হেনস্থা করবে সেখানেই গণ বিস্ফোরণ ঘটবে।”
শুক্রবারের ঘটনার পর থেকে নিখোঁজ শাহজাহান। সোমবারই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল যে শাহজাহানের ডানা ছাঁটার প্রক্রিয়া বোধহয় শুরু হল। তবে বিকেলে এ ব্যাপারে শোভনদেবের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট দল এখনও তাঁর পাশেই আছে।
শোভনদেবের কথায়, “ক্যাগের রিপোর্টই বলছে বিজেপির সরকার ৫.৭ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। আসলে বিরোধীদের উৎখাত করতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। আর অসমের হেমন্ত বিশ্বাস শর্মার মতো বিজেপির নেতা, মন্ত্রীরা সব যুধিষ্ঠিরের ছেলে!”
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এই গণ বিস্ফোরণ বাংলা ছাড়িয়ে আগামীদিনে সারা দেশে ছড়িয়ে পড়বে বলেও জানিয়েছেন তৃণমূলের প্রবীণ এই নেতা। কীভাবে বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপির মোকাবিলা করা হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
শোভনদেবের কথায়, “বিজেপির অপকর্মের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রস আছে ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে। ওদের গণ সংগঠন নেই, ওদের কেন্দ্রীয এজেন্সি রয়েছে। তাই গণতান্ত্রিকভাবেই আমরা এর মোকাবিলা করব। আমাদের এই লড়াইটা লড়তেই হবে। ”