শেষ আপডেট: 16th June 2024 08:07
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে জামিনে মুক্তি পেলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি। সিবিআইয়ের আপত্তি উড়িয়ে ফারুককে শনিবার জামিনে মুক্তি দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক।
পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। তবে জামিনে মুক্তি পেলেও সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। আদালত একাধিক শর্ত বেঁধে দিয়েছে তাঁকে। সিবিআইয়ের কাছে নিজের ঠিকানা জানানোর পাশাপাশি সপ্তাহে দু’দিন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হবে ফারুককে।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের খোঁজে গিয়ে মারমুখী জনতার হামলার শিকার হয়েছিলেন ইডির অফিসাররা। মাথা ফেটেছিল কেন্দ্রীয় সংস্থার তিন আধিকারিকের। ওই ঘটনায় ন্যাজাট থানায় অভিয়োগ দায়ের করেছিল ইডি।
পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে নেমে গত ২৭ মে বসিরহাট আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। শেখ শাহজাহান-সহ সাতজনের নামে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারীরা। তাদেরই অন্যতম ফারুক আকুঞ্জি। শাহজাহান-সহ বাকি অভিযুক্তরা জেলে রয়েছেন।
সন্দেশখালি কাণ্ডে ফারুক জামিন পাওয়ায় আগামীদিনে বাকিদের জামিন মিলতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।