শেষ আপডেট: 21st October 2018 07:47
দ্য ওয়াল ব্যুরো: চার ভাই-বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হলো ফরিদাবাদের দয়াল বাগ কলোনির একটি ফ্ল্যাট থেকে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় ওই চার জনের দেহ উদ্ধার করা হয়েছে। আত্মঘাতী চার ভাই-বোনের নাম মীনা ম্যাথিউস, বীণা ম্যাথিউস জয়া মযাথিউস এবং প্রদীপ ম্যাথিউস। এঁদের প্রত্যেকেরই বয়স ৩৭-৪২এর মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বন্ধ ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায়, ফ্ল্যাটের চারটি ঘরে সিলিং-এ ঝুলছে চারটি দেহ। দেহগুলিতে পচন ধরে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। চারটি দেহ উদ্ধার করেই পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। যেখানে চার ভাই-বোন লিখেছে, তাঁরা বাবা,মা এবং ভাইয়ের মৃত্যুর জন্য তাঁরা এই চরম পদক্ষেপ নিয়েছেন। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ম্যাথিউস পরিবারের কর্তা বছর খানেক আগে প্রয়াত হন। মা ছিলেন হোটেল কর্মচারী। অবসরগ্রহণের পর তাঁরও মৃত্যু কয়েক মাস আগে। সপ্তাহ তিনেক আগে অসুস্থতায় মৃত্যু হয় ছোট ভাই সঞ্জীবেরও। পুলিশের অনুমান অবসাদেই আত্মহত্যা করেছেন চার ভাই-বোন।