শেষ আপডেট: 17th January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আনন্দটাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাবা, মায়ের। যখন সূদূর মার্কিন মুলুক থেকে খবর এসেছিল ভয়াবহ আগুন গ্রাস করেছে তাঁদের তিন সন্তানকে। তেলঙ্গানার সেই তিন ভাইবোনের মৃত্যুর খবর শুনে মর্মামত হয়েছিল দেশবাসীও। শ্যারন (১৭), জয় (১৫) ও অ্যারন নায়েক (১৪) নামে তিন ভাই-বোনের দেহাবশেষ এতদিন সংরক্ষিত ছিল আমেরিকায়। শুক্রবার সেই দেহ নিয়ে দেশে ফিরলেন তাদের বাবা, মা শ্রীনিবাস ও সুজাতা। তেলঙ্গানার নালগোন্দা জেলার গুরাপ্পু থান্ডার একটি গির্জায় যাজকের কাজ করেন শ্যারনদের বাবা শ্রীনিবাস। জানিয়েছেন, সন্তানদের দেহ নিতে ঘটনার পরদিনই তাঁরা ছুটেছিলেন টেনেসিতে। যাবতীয় নিয়মনীতির শেষে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চাপিয়ে এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনজনের দেহ নিয়ে তিনি ফেরেন দেশে। কফিনে মুড়ে প্রথম দেহগুলি নিয়ে যাওয়া হয় গির্জায়। প্রার্থনার পরে কফিনগুলি আপাতত নালগোন্দায় রাখা হয়েছে। শনিবার সকাল ১০টা নাগাদ শেষকৃত্য হবে। শ্যারন-জয়-অ্যারন মিসিসিপি-র একটি স্কুলে পড়ত। শীতের ছুটিতে ভারতে মা-বাবার কাছে যেতে পারেনি তারা। ড্যানিয়েল ও ক্যারি কুদ্রিয়ে নামে এক মার্কিন দম্পতির আমন্ত্রণে তাঁদের বাড়িতেই বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিল তিন ভাইবোন। পার্টি চলার সময়েই আগুন লেগে যায় বাড়িতে। নায়েক ভাই-বোনের পাশাপাশি মৃত্যু হয় ৪৬ বছরের ক্যারি-রও। ১৩ বছরের ছেলে কোল-কে নিয়ে প্রাণে বাঁচেন ক্যারি-র স্বামী ড্যানিয়েল। সে দিন কী ভাবে বাড়িতে আগুন লেগেছিল সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছিল, সম্ভবত সেই সময় ‘স্মোক অ্যালার্ম’ শুনতে পাননি বাড়ির কেউ। বাড়ির দোতলার ফায়ার অ্যালার্মও সে দিন বন্ধ হয়ে যায়। ফলে কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঝলসে যান ক্যারি ও নায়েক ভাইবোনেরা।