শেষ আপডেট: 29th April 2023 12:28
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: টুইটারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে শনিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক (Siliguri BJP MLA) শঙ্কর ঘোষ (Shankar Ghosh life threat)।
বিজেপি বিধায়কের অভিযোগ, কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্যুইটারে পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টেই একজন প্রাণনাশের হুমকি দেন। তিনি জানান, বিষয়টি তৃণমূল নব জোয়ারের নজরে আনারও চেষ্টা হয়। এরপরেই শনিবার দুপুরে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শঙ্কর।
বিধায়ক জানান, ২৭ তারিখ কালিয়াগঞ্জের রাজবংশী যুবক ও কিশোরীর মৃত্যু নিয়ে তিনি ট্যুইট করেন। ২৮ তারিখ এই প্রাণনাশের হুমকি তাঁর নজরে আসে। তাঁর কথায়, “অন্য সামাজিক মাধ্যমের তুলনায় ট্যুইটারে স্বল্প মানুষ থাকেন৷ তাঁরা মোটামুটি শিক্ষিত। আমাকে যিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনিও শিক্ষিত এটা ধরে নিতে পারি। পোস্টটি তৃণমূলের নব জোয়ারকে ট্যাগ করা হয়েছে৷ যে নব জোয়ারকে কেন্দ্র করে আমি প্রথম থেকেই সরব ছিলাম। সেই জন্যই কি আমাকে টার্গেট করা হল। আমি কোনও সুরক্ষা ছাড়াই ঘুরে বেড়াই। মালদহে যে ব্যক্তি ৯ এমএম পিস্তল নিয়ে স্কুলে ঢুকে গেল তাকে পাগল বলা হচ্ছে। এই রকম কোনও পাগল যে আমাকে একদিন রাস্তায় মেরে ফেলবে না তার কি গ্যারান্টি রয়েছে।” একইসঙ্গে তিনি এটাও জানান, এখনই কেন্দ্রের কাছে কোনও সুরক্ষা চাইবেন না। যেভাবে চলাফেরা করতেন সেভাবেই করবেন।
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, “তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷” একইসঙ্গে তাঁর পাল্টা অভিযোগ, শঙ্করবাবুরাই সারা রাজ্যে সন্ত্রাসের রাজনীতি করছে। পুলিশ জানিয়েছে বিধায়কের অভিযোগের তদন্ত চলছে।
গলায় মালা, মুখে স্লোগান, যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে রাজকীয় অভ্যর্থনা উত্তরপ্রদেশে