শেষ আপডেট: 31st July 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে 'বিভাজনকারী' মন্তব্য করার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। বুধবার ওই প্রসঙ্গেই ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা।
এদিন প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ যতবার উত্তর দিতে উঠেছেন ঠিক ততবরাই বিধানসভা ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপির বিধায়করা। তাঁদের বক্তব্য, 'বিভাজনকারী' মন্তব্য প্রত্যাহার করতে হবে ফিরহাদকে। পাল্টা জয়বাংলা স্লোগান দিতে শুরু করেন শাসকদলের বিধায়করা। দু'পক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। যার জেরে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশে বলেন, এমন আচরণ করবেন না যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়।
সম্প্রতি সরকারি জমি আত্মসাতের প্রশ্নে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির রাজগঞ্জ ও মাটিগাড়া এলাকায় অভিযানে নেমে জবরদখল করে থাকা সরকারি জমি উদ্ধারও করে প্রশাসন। গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে। ওই ঘটনার প্রসঙ্গ টেনে এদিন বিধানসভায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এটা বাম আমল থেকে ছিল। যিনি প্রশ্ন কর্তা তিনি সেই সময়ে ওই দলে ছিলেন। এই চক্র ভাঙা হয়েছে। শীঘ্রই সরকারি জমি ফেরতের তালিকা জমা পড়বে।" এরই মাঝে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ফিরহাদের উত্তর শেষে ফের সদনে ফেরেন তাঁরা।
ফের ফিরহাদ হাকিম বলতে উঠলে আবার প্রতীকী ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। পরে ফিরে এলে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে উদ্দেশ করে স্পিকার বলেন, " শঙ্করবাবু আপনি মুখ্য সচেতক হয়েছেন। এমন আচরণ করবেন না যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়। এটা যথাযথ আচরণ নয়।"এই সময় শঙ্কর ঘোষ কিছু বলতে উঠলে তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়কেরা জয় বাংলা শ্লোগান দিতে শুরু করেন। দু'তরফের চিৎকারে হইহট্টোগোলের পরিস্থিতি তৈরি হলে ফের ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা।
পরে শঙ্কর ঘোষ বলেন, "রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিভাজনকারী মন্তব্য করেছেন। আমরা সেই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম।"যদিও এই প্রসঙ্গে বিধানসভার মধ্যে ফিরহাদ বলেন, "বাইরের কোনও প্রসঙ্গে বিধানসভার মধ্যে আলোচনা হতে পারে না।" পরে ফিরহাদ বলেন, "ধর্ম নিরপেক্ষতার পথ থেকে আমরা কখনও সরিনি, সরবও না।"