শেষ আপডেট: 22nd October 2023 11:42
দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে আচমকা মিলন নয়, বরং বিচ্ছেদের পোস্ট করে বলিউডে হইহই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বলেছিলেন, ‘আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে’। কিন্তু এই আমরা আদতে কারা, তা কিন্তু খোলসা করেননি রাজ। তাই নেটিজেনদের একাংশ যেমন ভেবেছিলেন শিল্পার সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার অনেকে ভেবেছিলেন রাজ তাঁর নতুন ছবির জন্য পাবলিসিটি স্টান্ট করছে। এবার কার সঙ্গে বিচ্ছেদ হল, সেই ব্যাপারে আরও বিস্তারিত জানালেন শিল্পার স্বামী নিজেই।
এই ব্যবসায়ী আদতে নিজের মাস্কের সঙ্গে বিচ্ছেদ করেছেন। আর সেটাই ফলাও করে ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আসলে দু’বছর আগে পর্নকাণ্ডে গ্রেফতারের পর থেকেই রাজ নিজেকে আড়ালে রেখেছিলেন। পাপারাৎজিদের সামনে কখনওই মাস্ক ছাড়া বাইরে আসতেন না। এবং সেই মাস্ক এমনভাবে গোটা মুখ ঢেকে রাখত যে, তা দেখে বোঝার উপায় ছিল না, মুখোশের আড়ালে মানুষটা আদতে কে? সম্প্রতি নিজের বায়োপিক ‘UT 69’ ছবির আনুষ্ঠানিক ঘোষণার দিন থেকে সেই মাস্ক খুলে ফেলেন রাজ কুন্দ্রা।
Farewell Masks …it’s time to separate now! Thank you for keeping me protected over the last two years. Onto the next phase of my journey #UT69 ???????????? ????????❤️ pic.twitter.com/svhiGS8aHt
— Raj Kundra (@onlyrajkundra) October 20, 2023
এই দু’বছরে নানা রঙের নানা আকারের মাস্ক পরতে দেখা গিয়েছে শিল্পার স্বামীকে। এই মাস্কগুলিই ছিল তাঁর দুঃসময়ের সঙ্গী। তাই এই মাস্ক খুলে ফেলতেই যেন সম্পর্ক ভাঙার মতোই কষ্ট পেয়েছেন তিনি। আর সে কথাই লিখেছিলেন সামাজিক মাধ্যমে। তবে এই নিয়ে নানারকম জল্পনা ছড়ানোয় বিষয়টি শেষে পরিষ্কার করেন রাজ। দেখা গিয়েছে, রাজের ওয়ারড্রোবে একাধিক মাস্ক খুলে রেখে দেওয়া। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘‘এবার বিদায় বলার সময় এসেছে। শেষ দু’বছর ধরে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ।’’